• ঢাকা, বাংলাদেশ
  • ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহী সীমান্ত থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার, বাবা ছেলে গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ৯:৫৭

রাজশাহী সীমান্ত থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার, বাবা ছেলে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর সীমান্ত সংলগ্ন একটি গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোর রাতে র‌্যাব-৫এর রাজশাহীর সিপিএসসির একটি দল এ অভিযান চালায়। এ সময় বাড়ির মালিক ও তার ছেলে কে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার বাড়ির মালিকের নাম কাজিম উদ্দিন ওরফে তৈয়ব (৪৪)। গ্রেপ্তার হওয়াতার ছেলে অপ্রাপ্ত বয়স্ক। বয়স ১৭ বছর। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্ত লাগোয়া চর আষাড়িয়াদহ ইউনিয়নের দুর্গম চর হনুমন্তনগর গ্রামে তাদের বাড়ি।বাড়িটি থেকে ১ লাখ ১০ হাজার টাকাও জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নির্বাচন নিয়ে অন্তবর্তীকালীন সরকার গড়িমশি করছে : মিলন

র‌্যাব-৫এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, ভারত থেকে সীমান্ত পার করে এসব হেরোইন অভিনব কায়দায় বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল। দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হতো হেরোইন গুলো। খবর পেয়ে র‌্যাব সদস্যরা পদ্মানদী পার হয়ে বাড়িটি ঘেরাও করেন। এরপর তৈয়বের ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে প্রথমে ২০০ গ্রাম হেরোইন বের করে দেয়। পরে আরও জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যায় আরও ৫ কেজি হেরোইন।

আরও পড়ুনঃ  বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

র‌্যাব আরও জানায়, বাড়িটি থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। কোনদিন কার কাছে কতপরিমাণ হেরোইন পাঠানো হয়েছে তা এই ডায়েরিতে লেখা আছে। এটি ধরে মাদক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে। আর গ্রেপ্তার বাবা ও ছেলের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675