• ঢাকা, বাংলাদেশ
  • ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নগরীতে ট্রাকচাপায় যুবদল নেতার মৃত্যু পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ৯:২১

নগরীতে ট্রাকচাপায় যুবদল নেতার মৃত্যু পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ট্রাকচাপায় রনি হোসেন (৩৫) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে নগরীর উপকণ্ঠ খড়খড়ি বাইপাস এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ছিলেন। তিনি নগরীর টিকাপাড়া এলাকার বাসিন্দা। রনিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মনে করছে তার পরিবার।

আরও পড়ুনঃ  ট্রাকমালিক ও ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

রনির ছোট ভাই মনা ইসলাম বলেন, ‘এলাকার প্রভাবশালী কিছু লোকজনের সঙ্গে আমাদের বিরোধ ছিল। কিছুদিন আগে ঝামেলাও হয়। আমার ভাই দুপুরে বাড়ি থেকে বের হয়।

বিকালে তার লাশ পাই। আমরা ধারণা করছি, আমার ভাইকে তুলে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে ট্রাকচাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আমরা থানায় হত্যা মামলা দায়ের করব।’

আরও পড়ুনঃ  'আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাকওয়ার গুণাবলী অর্জন অপরিহার্য'-নুরুজ্জামান লিটন

নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, যুবদল নেতা রনি নগরীর আমচত্বর থেকে মোটরসাইকেলে খড়খড়ি এলাকার দিকে যাচ্ছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রনির মৃত্যু করেন।

আরও পড়ুনঃ  নগরীতে আসামী ছাড়াতে গিয়ে থানায় বিএনপি নেতাদের হাতাহাতি

ওসি আরও জানান, রনির মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেলে কলেজের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালককে আটক করার চেষ্টা করা হচ্ছে। ওসি জানান, নিহতের পরিবার অভিযোগ তুলছে যে এটি হত্যাকাণ্ড।

আমরা তদন্ত করছি। এখনই কিছু বলা যাচ্ছে না। তবে পরিবার চাইলে মামলা করতে পারবে। বিষয়টি নিয়ে তারা আলাপ-আলোচনা করছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675