• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আদালতের আদেশে চার দিন পর প্রতীক পেলেন আখতারুজ্জামান

প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ৯:২৫

আদালতের আদেশে চার দিন পর প্রতীক পেলেন আখতারুজ্জামান

স্টাফ রিপোর্টার: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান আক্তার প্রচার শুরুর চার দিন পর প্রতীক বরাদ্দ পেয়েছেন। আদালতের আদেশ হাতে পেয়ে শুক্রবার বিকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ আওয়ামী লীগের এই নেতাকে প্রতীক বরাদ্দ দেন। তিনি নিজে ঈগল প্রতীক বেছে নিয়েছেন।

এর আগে গত ৩ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা আখতারুজ্জামানের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন। আপিল করা হলে নির্বাচন কমিশন এবং উচ্চ আদালতেও তার প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত বহাল থাকে।

আরও পড়ুনঃ  জামায়াত কারও দাবার ঘুঁটি হবে না : শফিকুর রহমান

এরমধ্যে গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারে নেমে পড়েন অন্য প্রার্থীরা। বৃহস্পতিবার চেম্বার জজ আদালতে গিয়ে প্রার্থীতা ফিরে পান আখতারুজ্জামান। পরদিন পেলেন প্রতীক।

আখতারুজ্জামান জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক। তিনি গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন পরিষদে (ইউপি) তিন মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গতবছর জেলা পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়েছিলেন।

মাত্র ৩২ ভোটে তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন। এবার সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হয়েছেন।

আরও পড়ুনঃ  বাঘায় খাঁনপুর (জে পি) উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠান

এ আসনে দলের মনোনয়ন পেয়েছেন টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী। এছাড়া স্বতন্ত্র হিসেবে লড়ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তানোরের মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী। এ আসনটিতে মোট প্রার্থী এখন ১০ জন।

প্রচার শুরুর চার দিন পর প্রতীক বরাদ্দ পেয়ে আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান বলেন, ‘গোদাগাড়ী-তানোরের মানুষ পরিবর্তন চায়।

তারা দীর্ঘদিন একজন জনপ্রতিনিধি দ্বারা নির্যাতিত, নিষ্পেষিত হওয়ার কারণে মুক্তি চায়। সেই জায়গা থেকে দলমত নির্বিশেষে সবাই আগামী ৭ তারিখে আমার প্রতীকে ভোট দেবে সেই আশ্বাস তারা আমাকে দিয়েছে।’

আরও পড়ুনঃ  সংস্কার হবে জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে : আমীর খসরু

তিনি বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেই আমার সঙ্গে আছেন। গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান নিজেই প্রতীক বরাদ্দের সময় উপস্থিত ছিলেন। সবাই আমার সঙ্গেই থাকবেন।’

প্রতীক বরাদ্দ পাওয়ার পর আখতারুজ্জামান আক্তার রাজশাহী নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন।

 

সর্বশেষ সংবাদ

ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৯
ভাঙ্গা ওরিয়েন্ট ক্লাবের কমিটি গঠন
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675