স্টাফ রিপোর্টার: কাঁচি প্রতীকের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন রাজশাহী-২ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। রোববার সকাল ৯টায় তিনি প্রচারণা শুরু করেন। সকালে রাজশাহী মহানগরীর কোর্ট শাখার সোনালী ব্যাংক, আলুপট্টি মোড়ে বিভিন্ন সরকারী ও বেসরকারী ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের সাথে, আর.ডি.এ মার্কেট, সাহেব বাজার, মাস্টারপাড়া এলাকায় এবং বিকাল ৪টা থেকে কাশিয়াডাঙ্গা, কাঁঠালবাড়িয়া এলাকায় গণসংযোগ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি সৈয়দ শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু,কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবলু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. সিরাজি সালেহীন এলেন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, নগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, জেলা কৃষক লীগ সহ-সভাপতি কুদ্দুস খান, ০১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রউফ, ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন, রাজশাহী কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর প্রমুখ।
এদিকে সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার পশ্চিম টালীপাড়া ও রাত ৭টায় বাগানপাড়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি সৈয়দ শাহাদত হোসেন, উপদেষ্টামণ্ডলীর সদস্য রউস উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজমুল হাসান ফটিক, ০৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মারুফ কবির রনি প্রমুখ।