স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রচারণামূলক অস্থায়ী দুটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে কে বা কারা এ এঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। রোববার (২৪ ডিসেম্বর) রাতে বাঘা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মশিদপুর ও বাজুবাঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জোত-জয়রাম গ্রামে এই ঘটনা ঘটে।
বাঘা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুশিদপুর ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং বাজুবাঘা ইউনিয়নের ৮ নম্বর জোতজয়রাম ওয়ার্ডের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন,রোববার রাত ১১টা পর্যন্ত আমরা কয়েকজন কর্মী অফিসে খিচুড়ি রান্না করে খেয়ে বাড়ি চলে যায়। এর পর রাতে কে বা কারা অফিস পুড়িয়ে দিয়েছে। পরে খবর পেয়ে সেখানে গিয়ে দেখি এবং বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়।
এ বিষয়ে বাঘা থানার ওসি (ইন্সপেক্টর তদন্ত) সবুজ রানা বলেন,এগুলো অস্থায়ী নির্বাচনী ক্যাম্প। কিছু লোকজন অতি উৎসাহী হয়ে নির্বাচন এলে এ ধরনের অফিস করে থাকে। তার পরেও খবর পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়ে ছিলাম। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।