• ঢাকা, বাংলাদেশ
  • ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে নানা আয়োজনে বড়দিন উদযাপন 

প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ১০:২৮

রাজশাহীতে নানা আয়োজনে বড়দিন উদযাপন 

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নানা আয়োজনে বড়দিন উদযাপন করা হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৮টায় গানের সুরে সুরে সিটি চার্চে বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা করা হয়। চার্চে ‘ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা এবং পৃথিবীতে তাহার প্রিয়পাত্র মনুষ্যদের মধ্যে শান্তি’ গানটি গাওয়া হয়।

রাজশাহী মহানগরীর বাগানপাড়া চার্চের ফাদার বিশপ রোজারিও জানান, বড়দিন উপলক্ষে প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনায় যুদ্ধ নয় শান্তির বার্তা পৌঁছে দিতে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ‘নমেক বন্ধ হলে সারা দেশে চাল সরবরাহ বন্ধ হবে’

এসময় বিশপ রোজারিও বলেন, ফিলিস্তিনে যুদ্ধ, সংঘর্ষ ও মৃত্যু দ্রুত বন্ধ করুন, শান্তি ফিরিয়ে আনুন পবিত্র ভূমি জেরুজালেমে।

এছাড়া বড়দিনের অনুষ্ঠান ক্যাথলিক গির্জা, উত্তম মেষপালক গির্জা ছাড়াও মহানগরীর কাজিহাটা গির্জা ও অন্যান্য গির্জাতেও যথাযথভাবে পালিত হয়েছে। রাত ৯টায় কীর্তন গান প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  বাগমারায় বাজার মনিটরিংয়ে ইউএনও, ব্যবসায়ীর জরিমানা

তাছাড়া রাজশাহীর গির্জা ও হোটেলেগুলো বড়দিনের ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ সাজ-সজ্জায় সাজানো হয়। গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে দৃষ্টিনন্দন করে।

গির্জা ও অভিজাত হোটেলগুলোয় টুকটুকে লাল পোশাক পরা সফেদ দাড়ি-গোঁফের বুড়ো সান্তা ক্লজ উপহারের ব্যাগ কাঁধে নিয়ে ছোট্ট সোনামণিদের হাতে তুলে দেওয়া হয় দারুণ সব উপহার।

আরও পড়ুনঃ  ট্রাকমালিক ও ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

রাজশাহীর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জামিরুল ইসলাম জানান, দিনটি উদযাপনের লক্ষ্যে চার্চগুলোয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া বড়দিন উদযাপনের জন্য পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্মীয় রীতিতে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপিত হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675