• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিএনপির নেতাকর্মীরা বাড়িতে হাসুয়া নিয়ে বসে আছেন : বুলবুল

প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ১০:৪৬

বিএনপির নেতাকর্মীরা বাড়িতে হাসুয়া নিয়ে বসে আছেন : বুলবুল

স্টাফ রিপোর্টার: বিএনপির নেতাকর্মীরা কেউ সরকারকে কোন ধরনের কর দেবে না। গ্যাস-পানি-বিদ্যুতের বিলও দেবে না। বিএনপির নেতাকর্মীরা বাড়িতে হাসুয়া নিয়ে বসে আছেন। কেউ টাকা আদায় করতে গেলে তারা হাসুয়া বের করবেন। এটাই সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন।

মঙ্গলবার রাজশাহীতে সাংবাদিকদের এমন কথা বলেছেন বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।

এক দফা দাবিতে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ কর্মসূচি শেষে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  ফ্যাসিস্ট পতনের পর দেশ বিনির্মাণে ‘আশার আলো’ দেখতে পাচ্ছি: মির্জা ফখরুল

বুলবুল বলেন, ‘৭ জানুয়ারির সাজানো ভাগ-বাটোয়ারার নির্বাচন জনগণ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনে ওরা ছাড়া কেউ ভোট কেন্দ্রে যাবে না।

এই নির্বাচন দেশে-বিদেশে কারো কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আমরা সাধারণ মানুষকে সরকারকে কর, খাজনা এবং বিদ্যুৎ-গ্যাস-পানির বিল পরিশোধ বন্ধ করে দেওয়ার এবং ব্যাংকে আমানত না রাখার আহ্বান জানাচ্ছি।’

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র বুলবুল বলেন, ‘এরপর কর ও খাজনার টাকা কেউ আদায় করতে গেলে বিএনপি নেতাকর্মীরা বাড়িতে বাড়িতে হাঁসুয়া নিয়ে বসে আছে। এভাবেই তাদেরকে বিতাড়িত করা হবে।’

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৬

এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘আমি এসব কথা বলেছি কারণ আমার বাড়িতে কেউ কোন কর চাইতে গেলে আমিই হাঁসুয়া নিয়ে তাড়ব। সরকারকে অসহযোগিতা করার এটাই আমাদের আন্দোলন।’

তিনি বলেন, শশুর -জামাই নির্বাচন করছে। শালা-সমন্ধিরা আমাদের কর্মসূচিতে নানা রকম বাধা দিচ্ছে। আমরাও দেখতে চাই যে তারা বাধা কতটা দিতে পারে।

আমরা ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হয়, সেই পুলিশ আমাদেরই তেড়ে বেড়াচ্ছে। তাহলে এখন ট্যাক্স দেওয়া বন্ধ করে দেওয়া ছাড়া তো আমাদের সামনে আর কোন উপায় দেখি না।’

আরও পড়ুনঃ  বাংলাদেশকে বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসেবে উপস্থাপন করতে চাই: ধর্ম উপদেষ্টা

নির্বাচন বর্জনের আহ্বানে এ দিন রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে নগরীর লক্ষ্মীপুর এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

এ সময় মোসাদ্দেক হোসেন বুলবুল দোকান কর্মচারী, ফুটপাতের পথচারী এবং রিকশা-অটোরিকশার চালক ও যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন। তাঁর সঙ্গে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

সম্পদের হিসাব দিলেন নাহিদ ইসলাম
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্টের সমাপ্তি
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675