• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শিবগঞ্জে ছিঁড়ে ফেলা হচ্ছে নৌকার পোস্টার

প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ৭:৪৪

শিবগঞ্জে ছিঁড়ে ফেলা হচ্ছে নৌকার পোস্টার

স্টাফ রিপোর্টার: কাঠের ফ্রেমে পোস্টার লাগিয়ে টানিয়ে রাখা হয়েছে, কিন্তু পোস্টারগুলোতে শুধু প্রার্থীর ছবিই আছে। নেই নাম, নেই প্রতীক। নাম-প্রতীকের অংশটুকু কেটে নিয়ে যাওয়া হয়েছে। ছবি দেখে বোঝা গেল, এগুলো নৌকার প্রার্থী ডা. সালিম উদ্দিন আহমেদ শিমুলের পোস্টার। শিমুল চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকার প্রার্থী। এলাকার বর্তমান এমপিও তিনি।

বৃহস্পতিবার দুপুরে শিমুলের পোস্টারেরই এমন হাল দেখা গেল শিবগঞ্জের আব্বাস বাজার এলাকায়। কারা করেছে পোস্টারের এমন হাল, এমন প্রশ্নে আব্বাস বাজার এলাকার বাসিন্দা সৈয়বুর রহমান (৪৫) বললেন, ‘টেরাকের (ট্রাক) ধাক্কায় নুকা (নৌকা) উইড়্যা গেলছে! সামনে আগান। ম্যালা জাগাতিই এ রকুম দেখতে পাইবেন।’

এ আসনে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। তিনি পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলামের ভাই। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী।

পুলিশ কর্মকর্তা ভাইয়ের প্রভাবে এলাকায় তার প্রভাব রয়েছে। এ আসনের সাবেক এমপি গোলাম রাব্বানীও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কেটলি প্রতীক নিয়ে। তবে নৌকা আর ট্রাকের সমর্থকদের মধ্যেই উত্তেজনা রয়েছে।

শিবগঞ্জের বিশ্বনাথপুর, ইসরাইল মোড়, মনাকষার খড়িয়াল, সেখপাড়া, স্টোডিয়াম এলাকা, উজিরপুর, রানীহাটি বাজার, কালিপুর পাইকড়তলা, তক্তিপুর ব্রিজ ও সেলিমাবাদ খানপাড়া এলাকায় গিয়েও খুঁটিতে খুঁটিতে নৌকার ছেঁড়া পোস্টার চোখে পড়ল। এসব এলাকার পোস্টারগুলো থেকে নাম, প্রতীক আর প্রার্থীর ছবিও কেটে ফেলা হয়েছে।

আরও পড়ুনঃ  মিরপুরে পিস্তলসহ যুবক গ্রেপ্তার

শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেরাফত আলী বলেন, ‘মাঝে মাঝেই নৌকার ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলছে। কখনও প্রার্থীর, কখনও প্রধানমন্ত্রীর মুখ কেটে নিচ্ছে। পোস্টার থেকে নৌকা প্রতীক গায়েব করে দিচ্ছে। বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আরও আছে। তাদের কোন ভূমিকা নাই। নজরুল গ্রুপ (ট্রাকের সমর্থকেরা) এসব করে বেড়াচ্ছে। তারা নৌকার কর্মীদের হুমকি-ধামকি দিচ্ছে। তাঁর ভাই প্রভাবশালী হওয়ার কারণেই এ ধরনের হুমকি-ধামকি দিচ্ছে। এটাই চলছে।’

আলুপট্টি এলাকায় কথা হয় নৌকার প্রার্থীর সমর্থক আমিনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘শিবগঞ্জের বিভিন্ন স্থানে নৌকার নির্বাচনী কার্যালয়ও পুড়িয়ে দেওয়া হয়েছে। কানসাট মধুমতি মোড়, জালমাছমারি, কাশিয়াবাড়ি দোহাপাড়া ও মোবারকপুরে পুড়িয়ে দিয়ে প্রচার সামগ্রী লুট করা হয়েছে। ট্রাক প্রতীকের প্রার্থীর সমর্থকেরা এভাবে এলাকায় ক্ষমতা দেখাচ্ছে। তবে থানা-পুলিশের ভূমিকা এখন পর্যন্ত ভাল।’

এলাকায় নৌকার সমর্থকদের বিরুদ্ধেও বেশকিছু অভিযোগ পাওয়া গেছে। ট্রাকের কর্মী আবদুল আউয়াল গনি জোহার দাবি, গত মঙ্গলবার মধ্যরাতে একবরপুর ও লছমানপুরে ট্রাক প্রতীকের প্রার্থীর দুটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর চালিয়েছেন নৌকার সমর্থকেরা। আগের দিন ধাইনগরে নৌকার সমর্থকেরা ট্রাকের সমর্থক রুস্তম আলীকে পিটিয়ে জখম করেছেন। দুর্লভপুর, মনাকষা ও বিনোদপুরে ট্রাকের পোস্টার সাঁটাতে দেওয়া হচ্ছে না। এসব এলাকায় ট্রাকের সমর্থকদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  ট্রাইব্যুনালে মামলার রায় হলে লাফালাফি বন্ধ হবে: চিফ প্রসিকিউটর

এছাড়া গত বুধবার পৌরসভার মর্দনা এলাকায় নৌকার কার্যালয়ে যাওয়ায় ১০ বছর বয়সী এক শিশুর মুখে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ রয়েছে। এই শিশুর বাবা সুমন আলী ট্রাকের সমর্থক। শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি মামলা পর্যন্ত গড়িয়েছে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, মামলার তদন্ত চলছে। ঘটনা সত্য হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ-পাল্টা অভিযোগ নিয়ে আতঙ্কিত এলাকার সাধারণ ভোটাররা। তাদের আশঙ্কা, ভোট গ্রহণের সময় যত এগিয়ে আসবে পরিস্থিতি আরও খারাপ হবে। মর্দানা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘একজন বর্তমান এমপি, আরেকজনের ভাই বড় পুলিশ অফিসার। সামনে কি যে হয় তা নিয়েই আমরা ভাবনায়।’

কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী ও বর্তমান এমপি ডা. সালিম উদ্দিন আহমেদ শিমুল বলেন, ‘রাতারাতি আমার পোস্টার থেকে নাম-প্রতীক গায়েব হয়ে যাচ্ছে। আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানাচ্ছি। কিন্তু এগুলো থামছে না। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী একের পর এক আচরণবিধি লঙ্ঘন করেই যাচ্ছেন।’

আরও পড়ুনঃ  ভোলাহাটে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বৃহস্পতিবার বিকালে শিবগঞ্জের ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে ছিল ট্রাকের নির্বাচনী সমাবেশ। স্কুল ছুটি হয়ে গেলেও অফিসকক্ষ খোলা ছিল ট্রাকের প্রার্থী সৈয়দ নজরুল ইসলামকে আপ্যায়নের জন্য। আচরণবিধি লঙ্ঘন করে সৈয়দ নজরুল ইসলাম বসেছিলেন স্কুলের অফিসকক্ষে। সেখানে বসে চা পান করতে দেখা গেল তাঁকে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সৈয়দ নজরুল ইসলাম বললেন, ‘আমার কর্মী-সমর্থকেরা কোথাও কিছু ঘটিয়েছে বলে আমার জানা নেই। আমি আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল। সারাদেশেই স্বতন্ত্র প্রার্থীদের ওপর হামলা চলছে। এটা তো সবাই জানে।’

এ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি গোলাম রাব্বানীর অবশ্য কারও বিরুদ্ধে কোন অভিযোগ নেই। দুই প্রার্থীর অভিযোগ-পাল্টা অভিযোগ নিয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করুক। তাহলেই কে কি করছে সেই থলের বিড়াল বেরিয়ে আসবে।’

চাঁপাইনবাবগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, ‘নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে এ আসনের কিছু অভিযোগ আসছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা আশাবাদী শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচন শেষ হবে। ইতোমধ্যে ভোটের মাঠে বিজিবি নেমে গেছে। ৩ তারিখ থেকে মাঠে  সেনাবাহিনী নামবে।’

সর্বশেষ সংবাদ

ছোট অপরাধ বাড়ছে, বড় অপরাধ কমে এসেছে : আসিফ মাহমুদ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675