• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন পলক

প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ৩:৩৪

নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন পলক

নাটোর প্রতিনিধি : নির্বাচনী প্রচারণা সভায় নাটোর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিগত ১৫ বছরে আপনাদের সন্তান পলক যা করেছে বিগত ৪০ বছরে এর চেয়ে বেশি কেউ করতে পারেনি। তাহলে আমার দু-চারটা ভুল যদি থাকে তাহলে কি মাপ করা যাবে না?

আরও পড়ুনঃ  নিসচা সিরাজগঞ্জ জেলা শাখার ট্রাফিক ক্যাম্পেইন

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের পাওটা গ্রামে প্রচারণা শেষে এক পথসভায় এ কথা বলে তার ভুলত্রুটির জন্য ভোটারদের কাছে ক্ষমা চান পলক।

প্রতিমন্ত্রী পলক এসময় বলেন, আমার ভুলের কি কোনো ক্ষমা নেই? আমি কিন্তু আপনাদের কাছে শুধু ভোট চাই না। আমি আপনাদের ভোট এবং হৃদয়ের ভালোবাসা চাই।

আরও পড়ুনঃ  চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

পলক বলেন, যে কাজ করে তার ভুল হয়। আর কাজ যে করে না তার ভুল হয় না। আমি ফেরেশতা না, তাই ভুলত্রুটির ঊর্ধ্বে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য ভোটারের কাছে আহ্বান করেন পলক।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ১০

এসময় উপস্থিত ছিলেন ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাব হোসেন আকন্দ, উপজেলা যুবলীগের সদস্য শামীম হোসেন বাদশা প্রমুখ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675