• ঢাকা, বাংলাদেশ
  • ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শিক্ষকদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ৮:১৭

শিক্ষকদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার: নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী শাখার অর্ন্তগত নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের মাঝে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর মহিষবাথানে আব্দুল মজিদ মেমোরিয়াল একাডেমী প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার দুইশত শিক্ষক-শিক্ষিকাকে কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের জন্য শীতের শুরুতেই সারাদেশে ৫০ লাখ কম্বল বিতরণ করেছেন।

আরও পড়ুনঃ  নির্বাচন নিয়ে অন্তবর্তীকালীন সরকার গড়িমশি করছে : মিলন

তারই অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজ কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষকদের কম্বল বিতরণ করা হচ্ছে। প্রতি বছরের ন্যায় বছরের প্রথম দিন ১লা জানুয়ারি বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই পাবে।

সরকার নানা ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রেখেছেন। নগরীর চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আপনাদের সহায়তা প্রয়োজন। কোভিডের কারণে এ নগরীর উন্নয়নে কিছুটা বাধাগ্রস্ত হয়।

পরবর্তীতে পরিকল্পিত উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনের পর রাজশাহী মহানগরীর আয়তন বৃদ্ধি করে এ নগরীর ব্যাপক উন্নয়ন করা হবে।

আরও পড়ুনঃ  মেট্রোপলিটন ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

রাসিক মেয়র আরো বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইশতেহারে সেই বিষয়টি উল্লেখ করেছে।

ইতোমধ্যে কিন্ডারগার্ডেন শিক্ষকদের বেতনের বিষয়ে সরকারের নিকট প্রস্তাবনা পেশ করা হয়েছে। আওয়ামী লীগ সরকার বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ৩শ টাকা থেকে এখন ২৫ হাজার টাকায় উন্নীত হয়েছে। আপনাদের বেতনের বিষয়টি সরকার অবশ্যই বিবেচনায় নিবেন।

রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে এ অঞ্চলে পদ্মানদীর ধারে নৌবন্দর স্থাপনের বিষয়টি এগিয়ে চলেছে। যার মাধ্যমে এ অঞ্চলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে নেতাকে বরণ করা নিয়েসংঘর্ষ, বিএনপিকর্মীর মৃত্যু

নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী শাখার সভাপতি গোলাম সারওয়ার স্বপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সভাপতি অনু চৌধুরী, সহ-সভাপতি মজিবুর রহমান, সাইদুর রহমান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুর রহমান। সচিব ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন কিন্ডারগার্ডেন স্কুলের পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাগণ, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675