স্টাফ রিপোর্টার: বিপুল উৎসাহ ও উদ্বীপনার মাধ্যমে রাজশাহীতে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজশাহীর উপশহর স্যাটেলাইট টাউন হাইস্কুল, উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যায়ল, শহীদ নজমুল হক স্কুল, লক্ষ্মীপুর গালর্স স্কুলে বই উৎসব এর উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন তিনি।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার সহ স্থানীয় নেতৃবৃন্দ ও স্বস্ব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।