• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভোটের আগেই সরকারের বিদায় ঘণ্টা বাজবে: মিনু

প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ১০:০০

ভোটের আগেই সরকারের বিদায় ঘণ্টা বাজবে: মিনু

স্টাফ রিপোর্টার: আগামী ৭ জানুয়ারির নির্বাচনের আগেই সরকারের বিদায় ঘণ্টা বাজবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘এই সরকার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। ৭তারিখের পূর্বেই এই সরকারের পতন হয়ে যাবে।’

নির্বাচন বর্জনের আহ্বানে বুধবার রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি নগরীর বড়কুঠি এলাকায় লিফলেট বিতরণ করেন।

আরও পড়ুনঃ  বাঘায় খাঁনপুর (জে পি) উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠান

মিনু বলেন, এই সরকারের সময় শেষ। বিনা ভোটের ফ্যাসিস্ট সরকারের পায়ের তলায় এখন আর কোন প্রকার মাটি নেই। নিজেদের পিঠ বাঁচাতে জোরপূর্বক নির্বাচন করার পাঁয়তারা করছে এই সরকার।

বিএনপি ও সমমনা দলগুলোর সকল নেতাকর্মীর জীবন থাকা পর্যন্ত এই নির্বাচন হতে দেবেনা বলে জানান তিনি। সেইসাথে এই বাকশালী সরকারের পতন না ঘটানো পর্যন্ত কেউ রাজপথ ছেড়ে ঘরে ফিরবেনা বলে হুঁশিয়ারী দেন মিনু।

আরও পড়ুনঃ  ১৭ বছর পর নিজ জেলা নেত্রকোনায় লুৎফুজ্জামান বাবর

এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, রাজশাহী জেলা কৃষকদলে আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যাপিকা সকিনা খাতুন ও যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা ও রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675