• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নিজের ভোট দিতে পারবেন না নৌকার প্রার্থী ফারুক

প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ১০:১৬

নিজের ভোট দিতে পারবেন না নৌকার প্রার্থী ফারুক

স্টাফ রিপোর্টার: নৌকা প্রতীকে ভোট চাইতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তবে নিজের ভোটটিই নিজেকে দিতে পারবেন না তিনি। কারণ, তিনি নির্বাচনী এলাকার ভোটার নন।

তিনি রাজশাহী সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের ভোটার। যদিও তার আদিবাড়ী তানোর উপজেলার কলমা ইউনিয়নের চোরখৈর গ্রামে। ভোটার না হলেও তিনি রাজশাহী-১ আসনের টানা তিনবারের এমপি।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় সমাবেশ বক্তারা : জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান ১৭ বছরের বিপ্লবী ফসল

জানা গেছে, এমপি ফারুকের ভোটকেন্দ্র রাজশাহী শহরের বিবি হিন্দু অ্যাকাডেমি স্কুল। এখানে তার ভোটিং ক্রমিক নম্বর ৪৯৮।

সবশেষ রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে রাজশাহীর বিবি হিন্দু অ্যাকাডেমি স্কুলে গিয়ে তিনি ভোট দেন। এই স্কুলটি নগরীর সাগরপাড়ায় অবস্থিত।ফারুকের স্থায়ী ঠিকানা এই সাগরপাড়া। তিনি এখন নিউমার্কেট এলাকায় থাকেন।

এ বিষয়ে কথা বলার জন্য এমপি ওমর ফারুক চৌধুরীকে মুঠোফোনে কল দেওয়া হলে তিনি ধরেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, নারী নিহত

তবে বিভিন্ন স্থানে সমাবেশের সময় এই এলাকার জন্য নিজের অবদান তুলে ধরছেন ফারুক চৌধুরী। বলছেন, এই এলাকায় তিনি ভেসে আসেননি।

এমপি ওমর ফারুক চৌধুরী আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সাল থেকে পর পর তিনবার এমপি নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায়।

এবারও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এবার তাঁর সামনে শক্ত প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী ও চিত্রনায়িকা মাহিয়া মাহি।

আরও পড়ুনঃ  রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে উদ্বোধন

উল্লেখ্য, রাজশাহী-১ জাতীয় সংসদের ৫২তম আসন। এ আসনের তানোর উপজেলায় পুরুষ ভোটার ৯০ হাজার ১৪৩ জন, আর নারী ভোটার ৯০ হাজার ৮৭০ জন। গোদাগাড়ী উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৮৪৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৪৮ হাজার ২৭০ জন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675