• ঢাকা, বাংলাদেশ
  • ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ‘আড়াল’ থেকে যুদ্ধ করছে ফিলিস্তিনি যোদ্ধারা

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ৫:১৪

ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ‘আড়াল’ থেকে যুদ্ধ করছে ফিলিস্তিনি যোদ্ধারা

অনলাইন ডেস্ক: অবরুদ্ধ গাজার ভেতর প্রবেশ করা দখলদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ‘আড়াল’ থেকে যুদ্ধ করছে ফিলিস্তিনি যোদ্ধারা। গাজার উত্তরাঞ্চলের গাজা সিটির দিকে অগ্রসরমান সেনাদের পেছন থেকে লক্ষবস্তুতে পরিণত করছে তারা।

যুক্তরাষ্ট্রভিত্তিক যুদ্ধবিষয়ক পর্যবেক্ষক সংস্থা স্টাডি অব দ্য ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট এসব তথ্য জানিয়েছে। সংস্থাগুলো আরও জানিয়েছে, হামাসের যোদ্ধারা ড্রোন ব্যবহার করে ইসরায়েলি সেনাদের ওপর নজরদারি চালাচ্ছে।

আরও পড়ুনঃ  ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুমকি ইরানের বিপ্লবী গার্ডের

এছাড়া ফিলিস্তিনের আরও যেসব ছোট সশস্ত্র বাহিনী আছে সেগুলো উত্তরাঞ্চলের আল-শাতি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি সেনাদের ওপর ‘বিস্তৃত অতর্কিত হামলা’ চালিয়েছে। এছাড়া ফিলিস্তিনি যোদ্ধারা একটি ইসরায়েলি ড্রোন দখল করতে সমর্থ হয়েছে।

এ ব্যাপারে সংস্থা দুটি বলেছে, ‘হামাসের আল-কাসেম ব্রিগেডস দাবি করেছে ৩ জানুয়ারি গাজার দক্ষিণাঞ্চলের জায়তুন এলাকায় তারা একটি ইসরায়েলি ড্রোন দখল করেছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন মাত্রা, নিবিড় পর্যবেক্ষণে ভারত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী শেখ ইজলিন এলাকায় ইসরায়েলি সাজোঁয়া যান লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যেখানে মধ্য নভেম্বর থেকে ইসরায়েলি বাহিনী ক্লিয়ারিং অপারেশনের ব্যাপারে কোনো তথ্য জানায়নি।’

এছাড়া গাজার দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় শহর খান ইউনিসের আশপাশেও তীব্র লড়াই হচ্ছে বলে জানিয়েছে সংস্থাগুলো।

আরও পড়ুনঃ  কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। যা প্রায় তিন মাস ধরে চলছে। যুদ্ধের শুরুতে তীব্র বোমা হামলা চালানোর পর ২৮ অক্টোবর গাজায় প্রবেশ করে ইসরায়েলের স্থল বাহিনী। গাজায় যাওয়া এসব সেনা এখন হামাসের অতর্কিত হামলার মুখে পড়ছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675