স্টাফ রিপোর্টার: র্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সদর কোম্পানি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল গত (৫ জানুয়ারী) রাত ৯.২০ ঘটিকায় রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন ৭নং জয়নগর ইউপির অন্তর্গত ৮নং ওর্য়াডের এর ফলিয়ারবিল ব্রীজের উপর হতে গ্রেফতারকৃত আসামী মোঃ স্বাধীন হোসেন (২৪) , পিতা- মোঃ লালবর রহমান, সাং- চকজয়নগর (জয়নগর), থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীর কাঁধে থাকার ব্যাগের ভিতর হতে ফেন্সিডিল-১১০ বোতল (ওজন -১১,০০০ মিঃলিঃ বা ১১ লিটার)উদ্ধার করে।
উল্লেখ্য যে, ধৃত আসামী উক্ত ফেন্সিডিল পলাতক আসামী আসামী মোঃ নবাব সরকার (৩৩), পিতা-মোঃ বজলু সরকার, মোঃ মুকুল (৩৫), পিতা- মোঃ আবুল হোসেন, উভয় সাং-বাজুখলসী(কানপাড়া), থানা- দূর্গাপুর, জেলা-রাজশাহী দ্বয়ের সহায়তায় বিক্রয়ের উদ্দেশ্যে দূর্গাপুর থানা এলাকায় নিয়ে আসছিল।
গ্রেফতারকৃত উক্ত আসামী এবং পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রাজশাহী জেলার দূর্গাপুর থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়েছে।