• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান অপু বিশ্বাস

প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ৭:৩১

সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক: রাত পোহালেই দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যেই শেষমুহূর্তের ব্যস্ততায় নিজেদের সময়গুলো পার করছেন প্রার্থীরা। পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও। পছন্দের প্রার্থীর জন্য ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন তারা।

নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। যদিও তার এবারের নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু সে ভাবনা থেকে সরে এসেছেন তিনি। তবে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হওয়ার পরিকল্পনা রয়েছে নায়িকার।

আরও পড়ুনঃ  মা হচ্ছেন কিয়ারা আদভানি

নিজের সেই ইচ্ছার কথাও সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন তিনি। অপু বিশ্বাস বলেন, ‘সংরক্ষিত আসনের প্রার্থী হওয়ার ইচ্ছে রয়েছে। আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলাম। এবারও মনোনয়ন কিনবো।

আরও পড়ুনঃ  উর্বশীকে আচমকা ধাক্কা ওরির, ক্ষমা না চেয়ে পাল্টা বিদ্রুপ

নারীদের নিয়ে কাজ করার ইচ্ছে থেকেই এবার মনোনয়ন ফরম ক্রয় করবেন জানিয়ে অপু বলেন, ‘আমি নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করতে চাই। আর এ কারণে আমার সংরক্ষিত আসনের সদস্য হওয়ার আগ্রহ রয়েছে।

এদিকে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে অপু বিশ্বাস বলেন, ‌‘আগামী দিনগুলো যেন সুন্দর হয়, সকল ভক্ত-দর্শকদের কাছে দোয়া/আশীর্বাদ চাই।

আরও পড়ুনঃ  সড়কে প্রাণ হারালেন মার্কিন গায়িকা অ্যাঞ্জি স্টোন

এই পোস্টে ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন অপু। চলচ্চিত্রাঙ্গনের কেউ কেউ তাঁর পোস্টে সাড়া দিয়েছেন। চিত্রনায়ক জয় চৌধুরী ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে মন্তব্য করেছেন, ‘অনেক দোয়া আর ভালোবাসা রইল।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675