• ঢাকা, বাংলাদেশ
  • ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নিরাপত্তা সংকটে পশ্চিমাঞ্চলের ১০ ট্রেন বন্ধ

প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ৮:০২

নিরাপত্তা সংকটে পশ্চিমাঞ্চলের ১০ ট্রেন বন্ধ

স্টাফ রিপোর্টার: নিরাপত্তা সংকটে পশ্চিমাঞ্চল রেলওয়ের ১০টি ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি ট্রেন শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত এবং অপর ট্রেনগুলো রোববার বন্ধ থাকবে। নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার মামলায় শ্বশুর গ্রেপ্তার

তিনি জানান, বন্ধ ঘোষণা করা ট্রেনগুলোর মধ্যে ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি সোমবার পর্যন্ত বন্ধ থাকবে। অন্য ট্রেনগুলো হচ্ছে- রাজশাহী-পাবনা রুটের আন্তনগর ঢালারচর এক্সপ্রেস, রহনপুর-খুলনা রুটের মহানন্দা এক্সপ্রেস, খুলনা-পার্বতীপুর রুটের রকেট এক্সপ্রেস, কুড়িগ্রাম-কাউনিয়া রুটের রংপুর শাটল, ঈশ্বরদী-রহনপুর রুটের রাজশাহী কমিউটার, ঈশ্বরদী-ঢাকা রুটের ঢাকা কমিউটার, বোনারপাড়া-সান্তাহার রুটের বগুড়া কমিউটার, চিলমারী-রংপুর রুটের চিলমারী কমিউটার ও লোকাল। এর মধ্যে চিলমারী কমিউটার শনিবার সাময়িক এবং রোববার পুরোপুরি বন্ধ থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  অনির্বাচিত সরকার এ দেশে মাথা গোঁজার চেষ্টা করছে : রিপন

মহাব্যবস্থাপক বলেন, ‘১০টি ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও একটি ট্রেন বন্ধের ঘোষণা আসতে পারে।’
এর আগে শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে চারজনের মৃত্যু হয়। এতে ট্রেনের ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675