ঢাকাMonday , 8 January 2024
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

প্রতিশ্রুতি রক্ষা করলেন না মাহি

Asha Mony
January 8, 2024 7:29 pm
Link Copied!

অনলাইন ডেস্ক: নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন না রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ নির্বাচনে ট্রাক প্রতীকে তিনি ৯ হাজার ৯টি ভোট পেয়ে হেরে যান। যদিও ফলাফল ঘোষণার আগে তিনি বলেছিলেন, ফলাফল যাই হোক, ভোটের পরের দিন তিনি মাঠে শোডাউন দেবেন।

মঙ্গলবার (৮ জানুয়ারি) মাহির শোডাউন দেওয়ার কথা থাকলেও তাকে কোনো শোডাউন দিতে দেখা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফলের পরে মাহি তানোরের বাড়িতেই অবস্থান করছিলেন। ফলাফলের পরে তিনি বের হননি। এদিন তাকে শোডাউনও দিতে দেখা যায়নি।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি।

প্রসঙ্গত, রাজশাহী-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তিনি ১ লাখ ৩২ হাজার ৫৯২ ভোট পেয়ে নির্বাচিত হন।

এ ছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের প্রার্থী মো. গোলাম রাব্বানী ৯২ হাজার ৪১৯ ভোট পেয়েছেন।

এ আসনে মাহি শোচনীয়ভাবে পরাজিত হয়ে জামানত হারান। তিনি ছাড়াও আরও ৮ জন প্রার্থী জামানত হারান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।