• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পাবনায় ৫ আসনে জামানত হারালেন ২৫ প্রার্থী

প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ৮:১৭

পাবনায় ৫ আসনে জামানত হারালেন ২৫ প্রার্থী

পাবনা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি সংসদীয় আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র হিসেবে ৩২ জন প্রার্থী সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নেন। তাঁদের মধ্যে নির্বাচন কমিশন নির্ধারিত ভোট না পেয়ে জামানত হারিয়েছেন ২৫ জন।

জামানত হারানো প্রার্থীদের মধ্যে রয়েছেন পাবনা-১ আসনে ৪ জন, পাবনা-২ আসনে ৭ জন, পাবনা-৩ আসনে ৫ জন, পাবনা-৪ আসনে ৫ ও পাবনা-৫ আসনে ৪ জন।

পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সরদার শাহজাহান পেয়েছেন ৩৭৬ ভোট, ন্যাশনাল পিপলস্ পাটির আম প্রতীকের শামসুল হক পেয়েছেন ২৭৭ ভোট, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের জয়নাল আবেদীন পেয়েছেন ৪০১ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মশাল প্রতীকের প্রার্থী পারভীন খাতুন পেয়েছেন ১৯০ ভোট। এই আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন জামানত হারিয়েছেন।

পাবনা-২ (সুজানগর-আমিনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নোঙর প্রতীকের প্রার্থী ডলি সায়ন্তনী পেয়েছেন ৪ হাজার ৩৮২ ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টির আম প্রতীকের প্রার্থী আজিজুল হক পেয়েছেন ৩৬৬ ভোট, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪০৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আব্দুল আজিজ খান পেয়েছেন ২ হাজার ১৩ ভোট, জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের প্রার্থী মেহেদী হাসান রুবেল পেয়েছেন ২ হাজার ২২ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) ফুলের মালা প্রতীকের প্রার্থী মোমিনুল ইসলাম পেয়েছেন ৩৬৬ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদের মশাল প্রতীকের প্রার্থী শেখ আনিসুজ্জামান পেয়েছেন ২৮১ ভোট। এই আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীই জামানত হারিয়েছেন।

আরও পড়ুনঃ  মঞ্চে আজহারী, অপেক্ষার প্রহর শেষ হলো চাঁপাইনবাবগঞ্জবাসীর

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মীর নাদিম মোহাম্মদ ডাবলু পেয়েছেন ৭৩২ ভোট, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী আজিজুল হক পেয়েছেন ২৫১ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মশাল প্রতীকের প্রার্থী আবুল বাশার শেখ পেয়েছেন ১৭৫ ভোট, গণতন্ত্রী পার্টির কবুতর প্রতীকের প্রার্থী খাইরুল আলম পেয়েছেন ২৭৪ ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টির আম প্রতীকের প্রার্থী বেল্লাল মোল্লা পেয়েছেন ৪৩০ ভোট। বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) একতারা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান জয় চৌধুরী পেয়েছেন ৪১২ ভোট। এই আসনের ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন জামানত হারিয়েছেন।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী আতাউল হাসান পেয়েছেন ৮২৬ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মশাল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক পেয়েছেন ১০৬০ ভোট, ন্যাশনাল পিপলস্ পাটির আম প্রতীকের প্রার্থী মনছুর রহমান পেয়েছেন ৭৮৭ ভোট এবং জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১৫৩৩ ভোট। এই আসনের ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জন জামানত হারিয়েছেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় নির্মাণাধীন বাড়ির রডকাটা নিয়ে দুই পরিবারের সংঘাতে আহত ৫

পাবনা-৫ (সদর) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুল কাদের খান পেয়েছেন ২ হাজার ৭৬৬ ভোট, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী আফজাল হোসেন বটু পেয়েছেন ৩ হাজার ২৫৯ ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টির আম প্রতীকের প্রার্থী আবু দাউদ পেয়েছেন ১ হাজার ৫৫৪ ভোট এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাতুড়ী প্রতীকের প্রার্থী জাকির হোসেন পেয়েছেন ৩ হাজার ৩১৬ ভোট। এই আসনে ৫ জন প্রার্থীর মধ্যে ৪ জন জামানত হারিয়েছেন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী তারাই জামানত হারাবেন, যারা গ্রহণ করা বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগেরও কম ভোট পাবেন। সে হিসেবে পাবনার ৫টি সংসদীয় আসনে ৩২ জন অংশগ্রহণকারী প্রার্থীর মধ্যে ৫ জন নির্বাচিত প্রার্থীসহ পাবনা-১ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ এবং পাবনা-৩ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদের জামানত বাজেয়াপ্ত হয়নি। বাকি ২৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।’

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা, ৫ নারীসহ ১০ অপহরণকারী আটক

জেলা রিটার্নিং কার্যালয় থেকে জানা গেছে, পাবনা-১ আসনে মোট গ্রহণ করা ভোট ১ লাখ ৭০ হাজার ৬১৮। বাতিল হয়েছে ২ হাজার ৬৭৩ ভোট। ৩৯ দশমিক ৫৩ ভাগ ভোট পড়েছে। পাবনা-২ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৬২৮ টি। বাতিল হয়েছে ২ হাজার ৯৫২ ভোট। ৫১ দশমিক ৩০ পারসেন্ট ভোট পড়ছে। পাবনা-৩ আসনে মোট গ্রহণ করা ভোট ২ লাখ ২২ হাজার ৬৪৭ টি। বাতিল হয়েছে ৩ হাজার ৭৪৫ ভোট। ৪৯ দশমিক ৪০ ভাগ ভোট পড়েছে। পাবনা-৪ আসনে ভোট পড়েছে ১ লাখ ৯০ হাজার ৯৫৬ টি। বাতিল হয়েছে ৪ হাজার ৬৬৫ ভোট। ৪৬ দশমিক ৫৫ পারসেন্ট ভোট পড়েছে। পাবনা-৫ আসনে মোট গ্রহণ করা ভোট ১ লাখ ৭২ হাজার ২৫৫ টি। বাতিল হয়েছে ৪ হাজার ১০০ ভোট। ৩৫ দশমিক ৩৪ ভাগ ভোট পড়েছে।

সর্বশেষ সংবাদ

সম্পদের হিসাব দিলেন নাহিদ ইসলাম
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্টের সমাপ্তি
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675