স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুরে এক মৎস্য ব্যবসায়ীর পুকুরে রাতের আধারে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে উপজেলার আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়াও একই রাতে তার বরজের পানও চুরি হয়েছে বলে দাবি তার। ওই মৎস্য ব্যবসায়ী নাম শফিকুল ইসলাম। সে উপজেলার নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ঘটনার পর গতকাল সোমবার সকালে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, সদ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওপাড়া ইউনিয়নে নেতৃত্ব দিয়ে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের ঈগল প্রতীকের ভোট করেন তিনি। এ কারনে রাতের আধারে শক্রতা করে তার পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। এছাড়াও একই রাতে তার বরজ থেকে পান চুরি করে নিয়ে গেছে। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শফিকুল বলেন, গতকাল সোমবার সকালে হঠাৎ প্রতিবেশীরা পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখেন। প্রথমে আমরা গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও সকালে পুকুরের পাড়ে বিষের ট্যবলেট পড়ে থাকতে দেখি। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে।
তিনি আরও বলেন, নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে নির্বাচন করেছি। আমার প্রাথী হেরে যাওয়ায় আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি পক্ষ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।