• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পুঠিয়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ২:১১

পুঠিয়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মেহেদী হাসান,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া-তাহেরপুরগামী আঞ্চলিক পাকা রাস্তার উপর বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ১০ টার দিকে শিলমাড়িয়া ইউনিয়নের অন্তর্গত বাসুপাড়া ০৭ নং ওয়ার্ডের হোসেনের বটতলা নামক স্থানে এদুর্ঘটনা ঘটে। পুঠিয়া থানা অফিসার ইনচার্জ সাইদুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগমারা ভবানীগঞ্জ হইতে ঢাকা গামী এমপি সাফারী বাস যাহার রেজিষ্ট্রেশন নাম্বার রাজ মেট্রো ব-ন-১১-০০৯২ যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার সময় হোসেনের বটতলা নামক স্থানে পাকা রাস্তার উপর উল্টো দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী মেডিকেলের শিক্ষার্থী মো: হব্বত আলী(২৫) পিতাঃ মোঃ আক্কাস আলী (২) আবু সাঈদ (২২),পিতাঃ মোঃ জেকের, সর্ব সাং-তেঁতুলিয়া থানাঃ পুঠিয়া, জেলাঃ রাজশাহী কে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল সহ বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে দুইজনই মারা যায়।অজ্ঞাত ড্রাইভার হেলফার দুইজন পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে পুঠিয়া থানা পুলিশ সহ ফায়ার সার্ভিস সার্ভিস উপস্থিত হয়েছেন। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675