অনলাইন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি আসন থেকে জয়ী ছয়জন সংসদ সদস্য শপথ নিতে ঢাকায় গেছেন। সংসদ সদস্যরা মঙ্গলবার (৯ জানুয়ারি) বিভিন্নভাবে ঢাকার পথে রওয়ানা হয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নতুন সরকার হিসেবে শপথ নেবে। বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এই শপথের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। সব মিলিয়ে এবারসহ তিনি পাঁচবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন।
শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারে ৪৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী আছেন। এর মধ্যে প্রধানমন্ত্রীসহ ২৪ জন পূর্ণ মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী।
রাজশাহী ছয়টি আসন থেকে তিনজন নব-নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে রাজশাহী-২ আসনে অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী-৩ আসনে আসাদুজ্জামান আসাদ ও রাজশাহী-৪ আসনে অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
ঘনিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা মঙ্গলবার বিকেলে ট্রেনে করে ঢাকায় গেছেন।
সোমবার রাতে সড়ক পথে ঢাকায় গেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ ও মঙ্গলবার বিকেলে সড়কপথে ঢাকায় গেছেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এছাড়াও রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারাও সড়কে পথে ঢাকায় গেছেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই হিসাবে নির্বাচনের পূর্ণাঙ্গ ফল প্রকাশের চার দিনের মাথায় নতুন সরকার শপথ নিতে যাচ্ছে।