ঢাকাWednesday , 10 January 2024
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

খলনায়িকা হয়ে পর্দায় আসছেন স্বাগতা

Asha Mony
January 10, 2024 5:20 pm
Link Copied!

অনলাইন ডেস্ক: জিনাত সানু স্বাগতা। গান এবং অভিনয়— এই দুই জায়গাতেই নিজের পারদর্শিতা প্রমাণ করেছেন তিনি। ২০০৭ সালে ‘শত্রু শত্রু খেলা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন স্বাগতা।

অভিষেক সিনেমাতেই খল চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। ফের খলনায়িকা হয়ে পর্দায় আসছেন স্বাগতা।

‘শত্রু শত্রু খেলা’ সিনেমাটি নির্মাণ করেছিলেন জয়নাল আবেদিন। সিনেমায় মান্না ও মৌসুমীর সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘ ১৭ বছর পর ফের পর্দায় খলনায়িকা হবেন এই অভিনেত্রী।

জানা গেছে, অঞ্জন আইচের ওয়েব ফিল্ম ‘কিশোরী’—তে খলনায়িকার চরিত্রে দেখা যাবে স্বাগতাকে। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।

এ প্রসঙ্গে স্বাগতা বলেন, আমি সবসময় চরিত্রের ভিন্নতা খুঁজে বেড়াই। গল্পটা শুনেই মনে হয়েছে কাজটা করা উচিত।

এখানে খলনায়িকা মানে সংসার ভাঙা বা কুটনামি করা মহিলা নয়, একেবারে মারমার কাটকাট একটা চরিত্র। দর্শকের ভালো লাগবে ছবিটি।

নাটক ও চলচ্চিত্রে অভিনয় করলেও ওটিটিতেও ‘কাইজার’ নামের একটি ওয়েব সিরিজে খল চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন স্বাগতা।

প্রসঙ্গত, স্বাগতা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অসম্ভব’। গেল বছর মুক্তি পার সিনেমাটি। এ ছাড়া সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুই সিনেমা ‘মানুষের বাগান’‘দেয়ালের দেশ’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।