অনলাইন ডেস্ক: এ প্রজন্মের অভিনেতা শরিফুল রাজ। ইতোমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন দর্শকদের। এবার রাজের নতুন সিনেমা ‘কবি’র লুকে নজর কেড়েছেন তিনি। রীতিমতো নায়কের নতুন লুকে ভাইরাল নেটদুনিয়া।
গত মঙ্গলবার প্রকাশ্যে এসেছে ‘কবি’র ফার্স্ট লুকের পোস্টার। কালো-লাল শেডে নকশা করা পোস্টারে যেন চেনাই যাচ্ছে না রাজকে।
কাঁচা-পাকা চুল-দাড়ি, কানে দুল, চোখে চশমা। বলা যায়, সিনেমার পোস্টারে একদম ভিন্ন অবতারে ধরা দিয়েছেন রাজ। ‘কবি’ নির্মাণ করছেন হাসিবুর রেজা কল্লোল।
‘কবি’—তে রাজের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। গেল বছরের ১৪ ডিসেম্বর কলকাতায় শুরু হয়েছে সিনেমাটির শুটিং। সিনেমাটির বাকি অংশের শুটিং নাকি বাংলাদেশে হওয়ার কথা রয়েছে।
পরিচালক নিজেই সিনেমাটির গল্প লিখেছেন। সংলাপ ও চিত্রনাট্য ফেরদৌস হাসানের। পোস্টার লেখা রয়েছে, সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাবে।
প্রসঙ্গত, রাজ-ইধিকা ছাড়াও ‘কবি’—তে আরও অভিনয় করেছেন, মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ অনেকেই।