• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘কাজ করলে ট্রল হবেই’

প্রকাশ: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ৫:০৯

‘কাজ করলে ট্রল হবেই’

অনলাইন ডেস্ক : এরইমধ্যে ক্যারিয়ারে বেশ কয়েকটি সিনেমা যুক্ত করেছেন অভিনেত্রী অনন্যা পান্ডে। তবে কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে থাকেন বেশি আলোচনায়। এমনকি মাঝে মাঝেই ট্রলের শিকার হতে হয় তাকে।

এবার সেই অভিজ্ঞতাই কাজে লাগালেন বন্ধুর বিপদে! ক’দিন আগেই শাহরুখ-কন্যা সুহানা নেটফ্লিক্সের সিনেমা ‘দি আর্চিজ’ দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছেন। সিনেমাটি মুক্তির পর থেকেই নেতিবাচক আলোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হতে হচ্ছে তাকে। যা নিয়ে শুরুতেই রীতিমতো হতাশায় ভুগছেন তিনি। তবে নিজের ছোটবেলার বন্ধুর পাশে সঠিক সময়েই দাঁড়ালেন অনন্যা। নিজের অভিজ্ঞাতার আলোকে অনুপ্রেরণা জোগালেন তাকে।
সম্প্রতি এক সাক্ষাত্কারে সুহানা প্রসঙ্গে অনন্যাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দেখুন, ক্যারিয়ারের শুরু থেকেই কিন্তু আমি ট্রলকে সঙ্গী করে এগিয়ে যাচ্ছি। কাজ করলে ট্রল হবেই। কিছু মানুষের কথায় নিজের লক্ষ্য থেকে সরে গেলে তো চলবে না। তাছাড়া আমি জানি সুহানা অসম্ভব ভালো অভিনেত্রী। পর্দায় ওর ম্যাজিক দেখার অপেক্ষায় রয়েছি। প্রিয় বান্ধবী হিসেবে আপাতত শুধু ভালোবাসা আর শুভেচ্ছা পাঠাচ্ছি।’

আরও পড়ুনঃ  জুটি বাঁধছেন শুভাঙ্কি-আরিয়ান, থাকছে চমক

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675