• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ফিফার শাস্তি শুনে যে বার্তা দিল ‘বাফুফে’

প্রকাশ: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ১০:০৭

ফিফার শাস্তি শুনে যে বার্তা দিল ‘বাফুফে’

অনলাইন ডেস্ক : ফিফার ডিসিপ্লিনারি কমিটি তিনটি আন্তর্জাতিক ম্যাচ পর্যালোচনার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জরিমানা করেছে। জরিমানার অর্থের পরিমাণ ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ। বাংলাদেশি মুদ্রায় যা ৩৮ লাখ ৯৩ হাজার টাকার কিছু বেশি।

বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপের বিপক্ষে হোম ও অ্যাওয়ে এবং দ্বিতীয় রাউন্ডে লেবাননের বিপক্ষে হোম ম্যাচের ঘটনাবলীর জন্য বাফুফে জরিমানার কবলে পড়েছে।

ফুটবলারদের শৃঙ্খলাভঙ্গ, নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতা ও গ্যালারিতে ফায়ার ওয়ার্কসের জন্য ফিফার শাস্তির মুখে পড়ার বিষয়গুলো নিয়ে শুক্রবার ফেডারেশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভবিষ্যতে ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দিয়েছে বার্তা।

আরও পড়ুনঃ  পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর্থিক জরিমানার সম্মুখীন হয়েছে। কিন্তু উল্লেখিত ঘটনাগুলোর মাধ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফুটবলের প্রতি দর্শকদের অকৃত্রিম ভালোবাসা উপলব্ধি করে।’

‘দেশের ফুটবল উন্মাদনা ফিরিয়ে আনতে অনস্বীকার্য ভূমিকা পালন করা সমর্থকদের প্রতি বাফুফে অনুরোধ জানাতে চায়, তারা যেন সুশৃঙ্খলভাবে নিয়মকানুন মেনে খেলা উপভোগ করে এবং বাংলাদেশ দলকে উৎসাহিত করে।

সেই সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তথা বাংলাদেশ যেন ভবিষ্যতে আর্থিক জরিমানার সম্মুখীন না হয়, এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করে।

আরও পড়ুনঃ  ফরিদপুর-৪ আসনে তারেক রহমানের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রতি দর্শকদের অটল সমর্থনের জন্য বাফুফে কৃতজ্ঞতা জ্ঞাপন করে।’

‘এছাড়াও দর্শকদের গ্যালারিতে স্মোক ফ্লেয়ার্স ব্যবহার ও নিরাপত্তা বেষ্টনী টপকে মাঠের ভেতরে প্রবেশ রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সচেতনতামূলক প্রচারণায় পদক্ষেপ নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।’

বুধবার ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাদের প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে। এতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দেয়া শাস্তির বিষয়টি উল্লেখ ছিল।

গতবছর বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম রাউন্ডে অ্যাওয়ে ম্যাচ খেলতে মালদ্বীপে যায় বাংলাদেশ।

মালেতে ১২ অক্টোবর হওয়া ম্যাচে দলীয় শৃঙ্খলা (৬ ফুটবলারের ব্যক্তিগত) ভঙ্গের জন্য ফুটবল ফেডারেশন ৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানায় মুখে পড়েছে।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে দিনেদুপুরে স্ত্রীর সামনেই যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা

এরপর ১৭ অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারেনায় হোম ম্যাচে নিরাপত্তা সংক্রান্ত নিয়ম ভঙ্গ করা হয়।

গ্যালারিতে দর্শকদের ফায়ার ওয়ার্কসের জন্য ১৪ হাজার সুইস ফ্রাঁ জরিমানা হয়েছে। ম্যাচ চলাকালীন সময়ে দর্শক মাঠে প্রবেশের ঘটনাও ঘটেছিল।

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম রাউন্ডে লেবাননের বিপক্ষে হোম ম্যাচের জন্যও শাস্তি এড়াতে পারেনি বাফুফে।

বসুন্ধরা কিংস অ্যারেনায় গত ২১ নভেম্বর নিরাপত্তা সংক্রান্ত নিয়ম ভঙ্গ, ফায়ার ওয়ার্কসের কারণে করা হয়েছে ১১ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675