• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাজ করছে হাইওয়ে পুলিশ: পুলিশ সুপার হাবিবুর

প্রকাশ: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ১১:৫১

মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাজ করছে হাইওয়ে পুলিশ: পুলিশ সুপার হাবিবুর

নাটোর প্রতিনিধি: মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওয়নের পুলিশ সুপার হাবিবুর রহমান। তিনি বলেন, মহাসড়কে থ্রী হুইলার বন্ধ, ডাকাতি এবং সড়ক দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওন দিনরাত কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫

রোববার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে নাটোরে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ থানার উদ্দোগে নিরাপদ মহাসড়ক বাস্তবায়ন ও সড়ক দুর্ঘটনা রোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার উদ্দোগে এবং থানার ইনচার্জ এ. এন. এম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপার হাবিবুর রহমান আরও বলেন, সব মহাসড়কে সব ধরনের অনিয়ম বন্ধে হাইওয়ে পুলিশকে আরও দায়িত্বশীল হয়ে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।এজন্য পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার। অনুষ্ঠানে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ  চলন্ত বাসে ডাকাতি ও যৌন নিপীড়ন : গ্রেফতার ৩, এএসআই বরখাস্ত

বক্তারা হাইওয়ে সড়কে দুর্ঘটনা হ্রাস করার লক্ষ্যে মহাসড়কে থ্রি হুইলার বন্ধ করার ওপর জোড় দেন। এছাড়া ঝলমলিয়া হাইওয়ে থানার নাম পরিবর্তন করে নাটোর হাইওয়ে থানা করার সুপারিশ করেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675