স্টাফ রিপোর্টার : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নতুন কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকিসহ অন্য সদস্যদের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে অগ্রণী ব্যাংক অফিসার সমিতির রাজশাহী আঞ্চলিক পরিষদ। সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে আরইউজে’র কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক অফিসার সমিতির রাজশাহী আঞ্চলিক পরিষদের সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংক লিমিটেডের নগর ভবন শাখার ব্যবস্থাপক ওয়াহিদা ইয়াসমিন, অফিসার সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, অফিসার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, অগ্রণী ব্যাংক আরডিএ শাখার সিনিয়র অফিসার জয়নাল আবেদীন প্রমুখ।