• ঢাকা, বাংলাদেশ
  • ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মাদ্রাসা শিক্ষার্থীদের রণাঙ্গনের গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধা

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ ৬:৫৬

মাদ্রাসা শিক্ষার্থীদের রণাঙ্গনের গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধা

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর মদীনাতুল উলুম কামিল মাদ্রাসায়‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার হলরুমে মঙ্গলবার রাজশাহী জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শণ ও কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাসান খন্দকার মুখ্য আলোচক হিসেবে শিক্ষার্থীদের রণাঙ্গনের গল্প শোনান। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের অনেক ত্যাগ-তিতিক্ষার ফল আমাদের এই দেশ। এখন সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

আরও পড়ুনঃ  পবায় টেন্ডার বাক্স লুটের ঘটনায় আরো এক আসামি গ্রেপ্তার

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক মোহা.ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য হাসমাতুল্লাহমূল ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হালিম।মাদ্রাসার অধ্যক্ষ মোকাদ্দাসুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপ পরিচালক নাফেয়ালা নাসরিন।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল: ছাত্রীর অভিযোগ ধর্ষণের

বক্তারা তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার ও তা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠান শেষে অতিথিরা কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতেপুরস্কার তুলে দেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675