• ঢাকা, বাংলাদেশ
  • ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে মা মারীয়ার তীর্থ উৎসব

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ ৭:০১

রাজশাহীতে মা মারীয়ার তীর্থ উৎসব

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নবাই বটতলা মিশনে মা মারিয়ার তীর্থ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) এ উৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় খ্রীষ্টভক্তদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে আরাধনা করা হয়। এরপর পর্বীয় খ্রীষ্টযাগ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  ‘নমেক বন্ধ হলে সারা দেশে চাল সরবরাহ বন্ধ হবে’

অনুষ্ঠানে খ্রীষ্টযাগ উৎসর্গ করেন কার্ডিনাল বিশপ প্যাট্রিক ডি রোজারিও ও বিশপ জের্ভাস রোজারিও। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেভার্স রোজারিও, পাল-পুরোহিত ফাদার স্বপন পিউরিফিকেশন, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল প্রমুখ।

আরও পড়ুনঃ  নগরীর হড়গ্রাম আশ্রয়ন প্রকল্প ২নং ওয়ার্ডে নারী সমাবেশ অনুষ্ঠিত

মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী এই গ্রামে প্রবেশ করে। তখন খ্রীষ্টান ধর্মের অনুসারীরা মিশনে মা মারিয়ার প্রতিকৃতির কাছে গিয়ে সাহায্য চান।

আরও পড়ুনঃ  চাকরি দেয়ার নামে রুয়েট কর্মকর্তার প্রতারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

খ্রীষ্ট ধর্মের অনুসারিরা বিশ্বাস করেন, আশ্চর্যজনকভাবে সেদিন মা মারিয়ার মধ্যস্থতায় পাক হানাদার বাহিনীর হাত থেকে সবাই রক্ষা পান। এই বিশ্বাস থেকে প্রতি বছর ১৬ জানুয়ারি দিনটি স্মরণ করে আসছেন তারা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675