• ঢাকা, বাংলাদেশ
  • ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিসিবি সভাপতি হওয়ার প্রসঙ্গে যা বললেন ‘নাফিসা কামাল’?

প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ৭:৫৪

বিসিবি সভাপতি হওয়ার প্রসঙ্গে যা বললেন ‘নাফিসা কামাল’?

অনলাইন ডেস্ক : নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রী হওয়ার পর থেকে বিসিবির পরবর্তী সভাপতি কে হবেন— তা নিয়েই জোর আলোচনা চলছে। সেই তালিকায় বিসিবির ২৫ জন পরিচালক তো আছেনই, এর বাইরে গুঞ্জন আছে মাশরাফি বিন মুর্তজাকে নিয়েও।

তবে এবার নতুন করে সেই আলোচনায় প্রবেশ করেছেন বিপিএল ফ্র‌্যাঞ্জাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। যা নিয়ে তিনি নিজেও মুখ খুলেছেন।

মাসকো সাকিব ক্রিকেট একাডেমিতে কয়েকদিন ধরে বিপিএলের প্রস্তুতি নিচ্ছে কুমিল্লার ক্রিকেটাররা। সেখানেই আজ (বুধবার) গণমাধ্যমের মুখোমুখি হন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা।

আরও পড়ুনঃ  ইয়ুথ লিগে চ্যাম্পিয়ন তামিমের সাউথ জোন

এ সময় তার কাছে জানতে চাওয়া হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সরে যাওয়ার পর, বোর্ড সভাপতি হওয়ার বিষয়ে তার আগ্রহ নিয়ে।

জবাবে নাফিসা কামাল বলেন, ‘এটা তো একটা প্রক্রিয়া, এটা তো আগ্রহ থাকলে হয় না। একটা প্রক্রিয়া ফলো করতে হয়। আপনারা সবাই জানেন কিভাবে বোর্ডে আসতে হয়।

তো ওরকম সময় হলে তখন বুঝব, এখন চিন্তা করছি না। সামনে বিপিএলের ম্যাচ আছে, এগুলো নিয়ে এখন চিন্তাই করতে পারিনা। এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আমার মেইন ফোকাস।’

আরও পড়ুনঃ  মেসিকে যে কৌশল শিখিয়েছেন নেইমার

এদিকে কুমিল্লার বিদেশি খেলোয়াড় কবে আসবে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ‘বিদেশি ক্রিকেটাররা প্রতিবারের মতো আসা-যাওয়ার মধ্যে থাকবে।

পিএসএলের খেলোয়াড়দের আমরা পাচ্ছি ওই টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত, তারপর এসএ লিগ ও আইএল টি-টোয়েন্টির খেলোয়াড় পাচ্ছি।

আগামী ম্যাচ থেকে আমাদের পাকিস্তানি খেলোয়াড়রা থাকবে। নিউজিল্যান্ড সিরিজ শেষ (মূলত আরও দুই ম্যাচ বাকি) হলো, এখন ওরাও ফ্লাই করছে।

আরও পড়ুনঃ  ১০ বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থানে মুশফিক, ৭৭ করেও অবনতি শান্তর

আগামী ১৯ জানুয়ারি থেকে বিপিএলের দশম আসর শুরু হবে। দেশের ‍এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সবচেয়ে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ছয় আসরে অংশ নিয়েই বিপিএল ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। এবারও তারকাবহুল দল নিয়ে তারা শিরোপা ধরে রাখার লক্ষ্যে ফেভারিট হিসেবেই নামবে।

আগের আসরে অধিনায়কত্ব করা ইমরুল কায়েসকে সরিয়ে এবার কুমিল্লার দায়িত্ব উঠেছে লিটন দাসের কাঁধে। এবারের উদ্বোধনী ম্যাচে তারা লড়বে দুর্দান্ত ঢাকার বিপক্ষে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675