অনলাইন ডেস্ক : ‘বিএসজেএ’ মিডিয়া কাপ টুর্নামেন্টের সেমিফাইনাল আগামীকাল (বৃহস্পতিবার)। পল্টন মাঠে সেদিন সকাল ১০টায় প্রথম সেমিফাইনালে ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ মুখোমুখি হবে টি-স্পোর্টসের।
পরবর্তীতে ১১টায় দ্বিতীয় সেমিতে ‘চ্যানেল-আই লড়বে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের’ বিপক্ষে। পরশু (শুক্রবার) হবে টুর্নামেন্টের ফাইনাল।
আজ (বুধবার) পল্টন মাঠে দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ ৫ উইকেটে হারিয়েছে ‘সময় টেলিভিশন’কে। আগে ব্যাটিং করে সময় টেলিভিশন ৪ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করে।
জবাবে ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ লক্ষ্য ছুঁয়ে ফেলে ৪ ওভারে। বিজয়ী দলের রবিউল ১০ বলে ৩৩ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ‘ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন’ ৫ উইকেটে জয় পায় ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিনের’ বিপক্ষে। বাংলাদেশ প্রতিদিন আগে ব্যাট করে ১০১ রানের লড়াকু পুঁজি দাঁড় করায়। দলের হয়ে তানভীর ৩২ ও রেজা ৩০ রান করেন।
জবাব দিতে নেমে মাঝহারের ৩০, জনির ২৪ ও বিপ্লবের ১২ রানে সহজেই জয় পায় ‘ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন’। ম্যান অব দ্য ম্যাচ হন জনি।
তৃতীয় কোয়ার্টার ফাইনালে ‘চ্যানেল আই’ ও ‘এটিএন বাংলার’ ম্যাচে জয় পায় ‘চ্যানেল-আই’। ৫ উইকেটে জয় পায় তারা। ‘এটিএন বাংলা’ আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৭৯ রান করে।
দলের হয়ে সজিব সর্বোচ্চ ২৪ রান করেন। জবাবে রাহুলের ৩২ রানের ইনিংসে ‘চ্যানেল আই’ সহজেই জয় পায়। বল হাতে ১ উইকেট ও ৩২ রান নিয়ে ম্যাচ সেরা হন রাহুল।
‘টি-স্পোর্টস’ ও ‘দৈনিক যুগান্তরের’ মধ্যকার চতুর্থ কোয়ার্টার ফাইনালে তুমুল উত্তেজনা ছড়ায়। ব্যাট-বলে দারুণ লড়াইও হয়। যেখানে শেষ হাসিটা হাসে টি-স্পোর্টস। তারা ৬ রানে ‘যুগান্তর’কে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায়। আগে ব্যাটিং করে ‘টি-স্পোর্টস’ করে ৮৯ রান।
দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন পারভেজ। ৩০ রান করেন নাবিল খান। জবাবে ইমরানের ৩৪ রানের ইনিংসের পরও ‘যুগান্তর’ লক্ষ্যে পৌঁছতে পারেনি।