স্টাফ রিপোর্টার, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা গ্রামে মধ্যরাতে মুক্তার হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে চারঘাট ফায়ার সার্ভিস কর্মীরা ও স্থানীয় লোকজন যৌথভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আগুনের বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। দিবাগত রাত ২টার দিকে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
ওই বাড়ির মালিক মুক্তার হোসেন সদ্য শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহরিয়ার আলমের কর্মী। নৌকার পক্ষে ভোটের প্রচারণা শুরুর পর থেকেই স্থানীয় কয়েকজন প্রভাবশালী তাকে নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছিল বলে জানান তিনি।
মুক্তার হোসেন বলেন, নৌকার পক্ষে কাজ করায় সন্ত্রাসীরাই আমাকে ও পরিবারের সদস্যদের হত্যাসহ আমার বাড়িটি পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়।
স্থানীয়রা জানায়, রাত আনুমানিক ২টার দিকে আগুনে পোড়ার পটপট শব্দ এবং বৈদ্যুতিক তার বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে ওই বাড়িতে ছুটে যান স্থানীয় লোকজন। বাড়ির দুই গেট বন্ধ থাকায় ভেতর থেকে কেউ বের হতে পারছিল না।
বাড়ির রান্না ঘর ও বসত ঘরের পাশের বেলকনিতে আগুন জ্বলছিল। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাই।
ততক্ষণে রান্না ঘরের চালা, কাঠের খড়ি ও চাল-ডালসহ প্রয়োজনীয় সব জিনিস পুড়ে যায়। বসত ঘরের বেলকনির পুরো অংশও পুড়ে গেছে এবং পুরো বাড়ি পেট্রোলের গন্ধে সয়লাব হয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আগুন নেভাতে একটু দেরি হলেই পরিবারের সদস্যরা হয়তো প্রাণে মারা পড়তো। জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে।
চারঘাট মডেল থানার ওসি তদন্ত আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রাথমিক তদন্তে বোঝা গেছে, বাড়িটিতে পেট্রোল দিয়ে আগুন দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।