স্টাফ রিপোর্টার: রাজশাহীতে গত কয়েকদিন থেকে দেখা মিলেনি সূর্যের। যদিও বা দেখা মিলেছে তাও ক্ষণিকের জন্য। গত কয়েকদিনেও তাপমাত্রা ছিল নিম্নমুখি। এর মধ্যে যোগ হয়েছে বৃষ্টি। বৃষ্টিতে আরও শীত বাড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর ৬ টা ১০ মিনিটে শুরু হয় বৃষ্টি। শেষ হয় ৬টা ৩৬ মিনিটে। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শুন্য দশমিক ২ মিলিমিটার। তবে বৃষ্টিপাত ছিল গুড়িগুড়ি। এই বৃষ্টিতে দিনের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মাঘ মাসের শুরু থেকে থেকে ছিল আকাশ মেঘাচ্ছন্ন। পরপর দুদিন একই অবস্থায় ছিল এর সাথে আবার ছিল কুয়াশা। এই বৃষ্টিতে শীতের দাপট কমেনি, বরং বেড়েছে। এরপরও শ্রমজীবী মানুষ জীবিকার তাগিদে খারাপ আবহাওয়া উপেক্ষা করেই সকাল থেকে তাদের পেশাগত কাজকর্ম করে যাচ্ছেন।
রাজশাহী আবহাওয়া অফিস ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, ভোর ৬টা ও সকাল ৯টায় ১০ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত দুইদিনে তাপমাত্রা আরও বেশি ছিল। এই বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা বাড়বে ও রাতের তাপমাত্রা কমবে। তবে আরও একটি শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে। সেটা এ মাসের শেষের দিকে।