অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ওপেন রেটিং দাবা প্রতিযোগিতায় চতুর্থ রাউন্ডে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের সাথে ড্র করেন।
সাকলাইন সাদা ঘুঁটি নিয়ে কুইন’স গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির থ্রি নাইটস বিশ্লেষণ ধারার খেলায় ৯০ চালে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের সঙ্গে ড্র করেন।
সাকলাইন বাংলাদেশের দাবার উঠতি তারকা। সম্প্রতি জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন হয়েছেন। জুনিয়র টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয়েছেন।
জিয়া ও রিফাত দুই গ্র্যান্ডমাস্টার খেললেও শিরোপা জিতেন ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন। সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেও গ্র্যান্ডমাস্টারদের মুখোমুখি হননি সাকলাইন।
চলমান আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্টে চতুর্থ রাউন্ড শেষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবজিদ রহমান পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ও ক্যান্ডিডেট মাস্টার মোঃ নাসিম হোসেন ভূঁইয়া।
আগামীকাল (১৯ জানুয়ারি) পঞ্চম রাউন্ডের খেলা।