• ঢাকা, বাংলাদেশ
  • ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাফুফের ‘স্পন্সর’ হতে আগ্রহী এক ‘বিদেশি প্রতিষ্ঠান’

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ৯:৪৮

বাফুফের ‘স্পন্সর’ হতে আগ্রহী এক ‘বিদেশি প্রতিষ্ঠান’

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ফুটবলে পৃষ্ঠপোষকতা সংকটের বিষয়টি পুরোনোই। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে স্পন্সর নেই অর্ধ যুগের বেশি সময়। ২০২৩ সালে জামাল-মোরসালিনদের ভালো পারফরম্যান্সের পর আগ্রহ দেখিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘জার্সিবার্ড’। তারা বাংলাদেশের কিট স্পন্সর হতে আগ্রহী।

গত কয়েক দিন ধরেই সামাজিক মাধ্যমে আলোচনা বাংলাদেশ ফুটবল দলের পৃষ্ঠপোষক হতে আগ্রহী আন্তর্জাতিক এক প্রতিষ্ঠান। গতকাল বাফুফের কাছে আনুষ্ঠানিক প্রপোজাল প্রদান করে জার্সিবার্ড।

আরও পড়ুনঃ  রাতে দুবাইয়ে নামছে ‘নতুন’ বাংলাদেশ দল

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এ প্রসঙ্গে বলেন, ‘তারা আমাদের কিট স্পন্সর হতে আগ্রহ প্রকাশ করেছে। গতকাল প্রপোজাল পেয়েছি, আজ দেখব। বিষয়টি পর্যালোচনা করে সংশ্লিষ্ট কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’

জার্সিবার্ড ফিলিপাইন জাতীয় পুরুষ ফুটবল দলের কিট স্পন্সর। ফিলিপাইন ছাড়াও আরো কয়েকটি দেশের জাতীয় দল/ক্লাবে তাদের কিট পৃষ্ঠপোষকতা রয়েছে।

আরও পড়ুনঃ  চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের লজ্জাজনক রেকর্ড

বাফুফে ফিফা-এএফসি থেকে বছরে অনেক সময় নানা পণ্য পেয়ে থাকে। সেই পণ্য বাংলাদেশের শুল্ক আইনে অর্থ পরিশোধ করে ছাড় করতে হয়। কিট স্পন্সর গ্রহণ করলে সেই জার্সি ছাড়করণে শুল্ক ব্যয় কেমন হবে সেটাও ভেবে দেখবে ফেডারেশন।

আগে জাতীয় ফুটবল দলের স্পন্সর ছিল নকিয়ার মতো প্রতিষ্ঠান। দীর্ঘদিন পুরুষ ফুটবল দলে নেই কোনো পৃষ্ঠপোষকতা। বাফুফের মার্কেটিং বিভাগ স্পন্সর আনতে ব্যর্থ। গত বছর ফিফার নিষেধাজ্ঞার পর ফেডারেশনে আস্থার সংকটও তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  ফের কপাল পুড়ল ইসমাইলের, বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে যাচ্ছেন জহির

পুরুষ ফুটবল দলে পৃষ্ঠপোষকতা না থাকলেও সাবিনা-সানজিদাদের অবশ্য রয়েছে। ঢাকা ব্যাংক প্রায় ছয় বছর বাংলাদেশ নারী ফুটবল দলের পৃষ্ঠপোষক।

গত বছর ঢাকা ব্যাংকের সঙ্গে যোগ হয়েছে বসুন্ধরা গ্রুপ। এছাড়া জাপান ফুটবল এসোসিয়েশন, ইউনিসেফ নারী ফুটবলে পৃষ্ঠপোষকতা করছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675