• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

জনপ্রতিনিধিদের মানুষের পাশে থাকার আহবান এমপি আসাদের

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ১১:০৮

জনপ্রতিনিধিদের মানুষের পাশে থাকার আহবান এমপি আসাদের

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ সাধারণ মানুষের সুখে দু:খে পাশে থাকার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানিয়েছেন। যেকোন সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষের মতামতের গুরুত্ব দেয়ার প্রতি জোর দেন তিনি।

বৃহস্পতিবার সকালে পবা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সমন্বয় সভায় উপস্থিত হলে সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সভায় উপস্থিত জন প্রতিনিধিদের উদ্দেশ্যে আসাদুজ্জামান আসাদ বলেন, সাধারণ মানুষ অনেক আশা নিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করে। তাদের প্রত্যাশা পূরণ করা জন প্রতিনিধিদের দায়িত্ব। যেকোন উদ্যোগ নেয়ার আগে ভাবতে হবে মানুষের লাভ ক্ষতির বিষয়। মানুষের মঙ্গলের লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  বিএনপি'র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ইন্তেকাল

শীতে নিম্ন আয়ের মানুষ যাতে কষ্ট না পায় সেদিকে নজর রাখতে হবে। অনেক মানুষ আছে যারা কষ্টে থাকলেও মানুষের কাছে চাইতে পারেনা। আত্ম সম্মান নিয়ে তারা বেঁচে থাকতে চায়। তাদের কাছে সহযোগিতা পৌঁছে দেয়া আমাদের কর্তব্য। গভীর নলকূপ সংক্রান্ত জটিলতার সমাধানে কৃষকদের মতামতকে গুরুত্ব দিতে হবে।

কর্মকর্তাদের উদ্দেশ্যে সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ বলেন, নিয়ম মেনে নিজ নিজ দায়িত্ব পালন করুন। আপনাদের আইনসম্মত সকল সীদ্ধান্তের সাথে আমি থাকবো। মানুষের কল্যানে যত কাজ হবে, সকল কাজের সাথে আমাকে পাবেন।

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত, ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির, পবা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাবেয়া বসরী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসনিম, উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম প্রামানিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা সাব রেজিষ্ট্রার আয়েশা সিদ্দিকী, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা নুরুন নাহার, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর রেহেনা আকতার, ইউডিএফ জাকিয়া সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা একেএম ফজলুল হক, হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল, হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হুজুরীপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, বড়গাছী ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসাইন সাগর, পারিলা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মোরশেদ, দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাব্বির। এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সমন্বয় সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মোহনপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

পরে সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ শীতার্ত মানষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৭
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৯
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১:২৮
 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675