• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

গলায় দুধ আটকে শিশুর মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ৮:১৭

গলায় দুধ আটকে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক : গলায় দুধ আটকে হংকংয়ে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, গত বুধবার সান পো কোং এলাকায় এ ঘটনা ঘটে। সেদিন শিশুটির ২৫ বছর বয়সী মা তাকে দুধ পান করাচ্ছিলেন। তখন শিশুটির গলায় দুধ আটকে যায় এবং সে জ্ঞান হারায়।

সন্তানকে অজ্ঞান হয়ে যেতে দেখে দ্রুত জরুরি পরিষেবা সংস্থায় ফোন দেন ওই মা। এরপর সংস্থার সদস্যরা শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাকে আর বাঁচানো যায়নি।

আরও পড়ুনঃ  ইলন মাস্ককে ‘আরও আক্রমণাত্মক’ হতে বললেন ট্রাম্প

সাউথ চায়না মর্নিং পোস্ট আরও জানিয়েছে, এ ঘটনার আগে ঠান্ডা ও কাশিতে ভুগছিল শিশুটি। এজন্য তাকে ডাক্তারও দেখানো হয়েছিল।

গত বুধবার শিশুটিকে দুধ খাওয়ানোর সময় সে বমি করছিল। এরপর তা মা তার পিঠ চাপড়ে দেন। কিন্তু এর কিছুক্ষণ পরই সে জ্ঞান হারায়।

আরও পড়ুনঃ  পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা ‘সংকটজনক’: ভ্যাটিকান

ছোট্ট শিশুদের ক্ষেত্রে দম বন্ধ হওয়ার বিষয়টি একটি গুরুতর চিন্তার বিষয়। অনেক সময় খাবার গেলার প্রক্রিয়াটি তাদের মধ্যে ঠিকমতো কাজ করে না।

স্বাস্থ্যবিষয়ক সংস্থা হেলথলাইনের তথ্য অনুযায়ী, দুধ পানের সময় সেটি গলায় আটকে যাওয়ার সাধারণ কারণ হলো— তারা যে পরিমাণ দুধ গিলতে পারে; তার চেয়ে বেশি দুধ তাদের মুখে যাওয়া।

আরও পড়ুনঃ  থাইল্যান্ডে ভয়াবহ দুর্ঘটনার কবলে শিক্ষাসফরের বাস, নিহত অন্তত ১৮

বিশেষজ্ঞদের মতে, ফিডার দিয়ে দুধ খাওয়ার সময় যদি কোনো শিশুর গলায় সেটি আটকে যায়, তাহলে সেটি হয় ফিডারের অবস্থানের কারণে।

পরিমাণের যে বেশি দুধ বেশি যাচ্ছে কি না সেটির কয়েকটি সাধারণ লক্ষণ হলো— স্তনে শিশুর অস্থিরতা, কাশি, দম বন্ধ হওয়া ও ঢোক।

সর্বশেষ সংবাদ

সম্পদের হিসাব দিলেন নাহিদ ইসলাম
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্টের সমাপ্তি
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675