• ঢাকা, বাংলাদেশ
  • ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

হঠাৎ বন্ধ বিপিএলের ম্যাচ!

প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ৯:১১

হঠাৎ বন্ধ বিপিএলের ম্যাচ!

অনলাইন ডেস্ক : বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে হঠাৎই বন্ধ হয়ে গেল খেলা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট স্ট্রাইকার্সের মধ্যেকার ম্যাচে আকস্মিকভাবে নিভে যায় ফ্লাডলাইটের আলো। খেলার অষ্টম ওভার চলাকালে ঘটে এই ঘটনা।

আলোক স্বল্পতার সুযোগে ডাকা হয় স্ট্র্যাটেজিক টাইমআউট। ওই বিরতি শেষ হলেও অবশ্য ফ্লাডলাইটের আলো জ্বলতে দেখা যায়নি। ফ্লাডলাইট নিভে যাওয়ার প্রাথমিক কারণ এখন পর্যন্ত অজানা। এরইমাঝে স্টেডিয়ামে চলছে শিশিরে ভেজা মাঠ শুকানোর কার্যক্রম। পরবর্তীতে ১২ মিনিট বন্ধ থাকার পর শুরু হয়েছে ম্যাচটি।

আরও পড়ুনঃ  বৃষ্টির পর পয়েন্ট ভাগাভাগি, সেমিফাইনালে অস্ট্রেলিয়া

খেলা বন্ধ হওয়ার আগপর্যন্ত অবশ্য ভালো শুরুই পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। মোহাম্মদ মিঠুনকে আজ ওপেনিং পজিশনে পাঠানো হয়েছে। সেই টোটকা কাজেও দিয়েছে সিলেটের জন্য।

বিনা উইকেটে ৬০ রান স্কোরবোর্ডে জমা করেছে গতবারের রানারআপরা। মিঠুন অপরাজিত আছেন ২৬ রানে। অপর ওপেনার নাজমুল হোসেন শান্তর সংগ্রহ ৩১ রান।

আরও পড়ুনঃ  সিটিতে কত নম্বর জার্সি পেলেন ‘নতুন মেসি’

বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিপিএল খেলা নিয়ে সংশয় থাকলেও, তার নেতৃত্বেই এবারের দশম আসরে নেমেছে সিলেট। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে তারা ব্যাটিং করছে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : শুভাগত হোম (অধিনায়ক), আভিশকা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, ইমরান উজ্জামান, নিহাদুজ্জামান, শহীদুল ইসলাম, আল-আমিন হোসেন, বিলাল খান ও কার্টিস ক্যাম্ফার।

আরও পড়ুনঃ  ফের কপাল পুড়ল ইসমাইলের, বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে যাচ্ছেন জহির

সিলেট স্ট্রাইকার্স একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, জাকির হাসান, ইয়াসির আলী রাব্বি, হ্যারি টেক্টর, বেনি হাওয়েল, বেন কাটিং, তানজিম হাসান সাকিব, নাজমুল ইসলাম অপু ও রিচার্ড এনগারাবা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675