• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

প্রথম ম্যাচে হার, কুমিল্লার জন্য ‘লাকি’!

প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ৯:১৭

প্রথম ম্যাচে হার, কুমিল্লার জন্য ‘লাকি’!

অনলাইন ডেস্ক : বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স দশম আসর শুরু করেছে হার দিয়ে। জয়ের প্রত্যাশা জাগিয়েও তারা শেষ পর্যন্ত দুর্দান্ত ঢাকার কাছে ৫ উইকেটে হেরেছে।

শুরুটা এমন হওয়ায় লিটনে কাছে মনোবেদনার, তবে কোচ সালাউদ্দিনই আবার বলছেন প্রথম ম্যাচে হার তার জন্য ‘লাকি’

ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে এসে লিটন বলেন, ‘আমি যখন ব্যাটিং করছিলাম, মনে হয়েছে উইকেটটা ভালো। পেস বোলারদের সামলানো একটু চ্যালেঞ্জিং, কিন্তু স্পিনারদের জন্য খুব একটা কঠিন ছিল না।

একইসঙ্গে আমাদের টপ অর্ডার ব্যাটাররা লম্বা সময় ব্যাটিং করছে, তারা যদি আরও ১০-২০টা রান দ্রুত তুলতে পারতো ভালো হতো। তবে সংগ্রহ খারাপ ছিল না, ফাইটিং স্কোরই ছিল।’

আরও পড়ুনঃ  ১২ বছর আগের লজ্জাজনক স্মৃতি ফেরাল ইংল্যান্ড

লিটনের কাছে যেকোনো ম্যাচ হারই কষ্টের, ‘প্রত্যেকটা হারই তো কষ্টের। প্রথমবার অধিনায়কত্ব করছি, আমি তো চাইব প্রথম ম্যাচ জিততে।

এদিক দিয়ে তো অবশ্যই খারাপ লাগবে যে হেরে গেছি প্রথম অধিনায়কত্বের ম্যাচে। একইসঙ্গে মনের ভেতর এটাও থাকে যে কুমিল্লা সবসময়ই প্রথম ম্যাচ হারে।’

কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে প্রথম ম্যাচ হারলেই নাকি লাকি। এমনটি বলছিলেন লিটন, ‘আমি স্যারের (সালাউদ্দিন) সঙ্গে সেদিনও কথা বলছিলাম, স্যার বলছিল ‘‘আমরা প্রথম ম্যাচ এমনেই হেরে যাই।’’ আর হারলেই নাকি স্যারের জন্য লাকি।

আরও পড়ুনঃ  পাকিস্তানের খেলায় ক্ষুব্ধ জেলবন্দী ইমরান রান

একটা জিনিস আমাদের ভালো হইছে যে, একটা মোটামুটি স্কোর করেও… আমাদের বোলাররা দেখিয়েছে যে আমরাও পারি।’

এই উইকেটরক্ষক ব্যাটার আরও বলেন, ‘আমরা পুরো দলটা দেখতে পারলাম, কোন জায়গায় ল্যাকিংস আছে, আর কোন জায়গায় আমরা স্ট্রং। এখন আমরা বসে আলোচনা করে জিনিসটা ঠিক করতে পারবো।

দ্বিতীয় ম্যাচ থেকে আশা করি ভালো কিছু হবে। যারা উপরের দিকে ব্যাটিং করেছে, তারা যদি আরও একটু ভালো ফিনিশটা দিয়ে আসতো ভালো হতো।

হৃদয় বা কায়েস ভাইয়ের মধ্যে যদি কেউ ২০টা রান বাড়তি করে দিয়ে আসতো ১০ বল খেলে, তাহলে সিনারিওটা অন্যরকম থাকতো। তবে কায়েস ভাই অনেকদিন পর রান করছে, এটা আমাদের জন্য পজিটিভ ব্যাপার।’

আরও পড়ুনঃ  ইয়ুথ লিগে চ্যাম্পিয়ন তামিমের সাউথ জোন

তাওহীদ হৃদয় ক্রিজে থিতু হয়েও, সেভাবে স্ট্রাইকরেট বাড়াতে পারেননি। বিষয়টি নিয়ে কুমিল্লা অধিনায়ক বলেন, ‘একটা ফ্র্যাঞ্চাইজি যখন প্রথম কলেই একটা খেলোয়াড়কে নেয় তখন তাকে পুরো মৌসুম খেলানোর চিন্তাই করে।

কোনো সন্দেহ নেই, হৃদয়কে বাদ দেওয়ার কোনো সুযোগই নেই। সে প্রমিজিং খেলোয়াড়, জাতীয় দল আর লাস্ট বিপিএলেও সে সফল। ইনফ্যাক্ট সে আজকেও ভালো খেলেছে। আশা করি পরের ম্যাচ থেকেও ভালো খেলবে।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675