স্টাফ রিপোর্টার : আজ ১৯ জানুয়ারি ২০২৪ শুক্রবার সকালে রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসার একাডেমিক হলরুমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএমএড প্রোগ্রামের ২০২৪ ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাউবি স্কুল অব এডুকেশনের অধ্যাপক লাভলী আক্তার ডলি এবং বিশেষ রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহা: আবু বাককার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ ও টিউটর অধ্যাপক ড. মোহাম্মদ সানাউল্লাহ, জেলা শিক্ষা অফিসার, রাজশাহী জনাব মোহা: নাসির উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত মাদরাসার অধ্যক্ষ ও সমন্বয়কারী ড. এইচ এম শহীদুল ইসলাম।