স্টাফ রিপোর্টার : সংবাদকর্মীক ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছেন রাজশাহী অঞ্চলের পাঠক প্রিয় “দৈনিক গণধ্বনি প্রতিদিন” তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনমোদিত অনলাইন নিউজ পোর্টাল “সময়ের কথা টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ইয়াকুব শিকদার। শনিবার দুপুর থেকে পত্রিকাটির নিজস্ব কার্যালয় নগরীর বহরমপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন। আগামী ৩১ জানুয়ারি (বুধবার) ২০২৪ পর্যন্ত চলমান থাকবে এ কার্যক্রম।
মানবিক সহায়তার অংশ হিসেবে শনিবার (২০ জানুয়ারী) নিজ কার্যালয়ে শীতবস্ত্র তুলে দেন সম্পাদক। চলমান পরিস্থিতিতে শীতার্তদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন গণধ্বনি প্রতিদিন ও সময়ের কথা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক। দৈনিক গণধ্বনি প্রতিদিন এর রাজশাহীর স্থানীয় সার্কুলেশন বিভাগের সংবাদকর্মী ও নিজস্ব কর্মীসহ ২০০ জনের হাতে এই সহায়তা তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার চিফ রিপোর্টার মঈন উদ্দিন, স্টাফ রিপোর্টার হুমায়ূন কবির ও ফটো সাংবাদিক কাবিল হোসেন, শিক্ষা নবিশ রিপোর্টার রাকিবা তাবাস্সুমসহ পত্রিকার অন্যান্য স্টাফবৃন্দ।
বিতরণকালে সম্পাদক ইয়াকুব শিকদার বলেন, রাজশাহীর গণমানুষের প্রতিচ্ছবি হচ্ছে দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকা ও “সময়ের কথা টোয়েন্টিফোর ডটকম’ নিউজ পোর্টালটি নানা প্রতিকুলতার মধ্যেও মানুষের কল্যাণে অবদান রাখছে। করোনার সময় থেকে মানুষদের ঘরে রাখার দায়িত্ব হলেও সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এসেছি। চলমান পরিস্থিতিতে গণধ্বনি প্রতিদিন ও “সময়ের কথা টোয়েন্টিফোর ডটকম’ শীতার্তদের পরিবারের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, প্রতিবছর আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছি। এবারো শুরু করেছি। শনিবার (২০ জানুয়ারী) থেকে আগামী বুধবার (৩১ জানুয়ারি) পর্যন্ত চলমান থাকবে এ কার্যক্রম।