• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

এমপির অধীনে দল নয়, দলের অধীনে এমপি: আসাদ

প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ৯:৩২

এমপির অধীনে দল নয়, দলের অধীনে এমপি: আসাদ

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ বলেছেন, সংসদ সদস্যের অধীনে দল নয়, দলের অধীনে সংসদ সদস্য। আওয়ামীলীগ চলবে দলীয় ফোরামের সিদ্ধান্ত অনুযায়ি। এখানে সংসদ সদস্য হিসেবে আমি কোন সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইনা।

দলীয় অনুষ্ঠানে সংসদ সদস্য হিসেবে ব্যানারে তার ছবি ব্যবহার না করে শুধুমাত্র বঙ্গবন্ধু ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবি দেয়ার আহবান জানান আসাদ। তিনি দলীয় নেতাদের প্রতি অনুরোধ রেখে বলেন, বঙ্গবন্ধু ও দলীয় প্রধানের ছবিই থাকবে দলীয় অনুষ্ঠানের ব্যানারে।

এখানে যদি এমপির ছবি বড় করে দেন তাহলে দল হয়ে গেলো এমপির অধীনে। এটি কখনোই করবেন না। এমপির অধীনে দল নয়, দলের অধীনে এমপি।

আরও পড়ুনঃ  সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ

অতীতে কী হয়েছে সেটি ভুলে গিয়ে এখন থেকে এটি বাস্তবায়ন করবেন।  রাজশাহীর পবায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনত্তর বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান আসাদ এসব কথা বলেন।
শনিবার দুপুরে উপজেলা হলরুমে পবা উপজেলা আওয়ামী লীগ ও  সহযোগী সংগঠন বর্ধিত সভার আয়োজন করে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজের সঞ্চালনায় এই সভায় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ  রুয়েট ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ৪ জনের ছাত্রত্ব বাতিল, ৪৪ জনের শাস্তি

সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ বলেন, আমি বরাবরই নিয়ম মেনে রাজনীতি করা মানুষ। আমি চাই আওয়ামীলীগ চালাবেন দলীয় নেতৃবৃন্দ।

আমার কাছে সমস্যা নিয়ে বা দলীয় যেকোন বিষয় নিয়ে যে কেউ আসতেই পারেন। কিন্তু দলীয় নেতাদের উপেক্ষা করে আমার কাছে আসবেন না। সামনে উপজেলা পরিষদের নির্বাচন।

এই নির্বাচন নিয়ে যেকোন সিদ্ধান্ত নিবেন তৃণমূলের  আওয়ামীলীগ নেতারা। আওয়ামীলীগকে সুসংগঠিত রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব।

এটা থেকে বিচ্যুত হওয়া যাবে না। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে আসাদুজ্জামান বলেন, এই এলাকার বড় একটি সমস্যা পুকুর খনন।

আরও পড়ুনঃ  পরমাণুবিজ্ঞানী অধ্যাপক ড. এম শমশের আলী’র বাউবিতে “প্রফেসর ইমেরিটাস” পদে যোগদান

ফসলি জমি নষ্ট করে পুকুর বানানো যাবে না। সরকারী নীতিমালার বাইরে গিয়ে পুকুর খননের বিষয়ে কোন অনুরোধ নিয়ে অনুগ্রহ করে আমার কাছে আসবেন না।

আসাদুজ্জামান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নিয়োগ বাণিজ্য করা যাবে না। গভীর নলকূপ অপারেটর নিয়োগের ক্ষেত্রে নিয়ম মেনে চলতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক প্রতিহিংসার সুযোগ নেই।

অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ইয়ুথ লিগে চ্যাম্পিয়ন তামিমের সাউথ জোন
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:৫৬
বাংলাদেশের ম্যাচে নিরাপত্তা ভঙ্গ, একজন গ্রেপ্তার
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:৫৬
গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:৫৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৭
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৯
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১:২৮
 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675