• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ক্ষমা চাইলেন ‘নয়নতারা’

প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ১০:১৪

ক্ষমা চাইলেন ‘নয়নতারা’

সময়ের কথা ডেস্ক : কয়েকদিন আগে নেটফ্লিক্সে মুক্তি পায় দক্ষিণি সুপারস্টার নয়নতারা অভিনীত সিনেমা অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’। এরপর থেকেই উত্তপ্ত হতে থাকে পরিবেশ।

ছবির পাশাপাশি নয়নের বিরুদ্ধে আনা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ। মামলাও ঠুকে দেওয়া হয় থানায়। পরিস্থিতি ভয়বহ আঁচ করতে পেরে ছবিটি সরিয়ে ফেলে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। তবে নয়নতারা ছিলেন চুপ। এবার মুখ খুললেন। সামাজিক মাধ্যমে চাইলেন ক্ষমা।

আরও পড়ুনঃ  ৩০ সেকেন্ড হাঁটার পরেই ক্লান্ত হয়ে পড়েছিলাম : সোনাক্ষী

নিজের ইনস্টাগ্রামে নয়ন লিখেছেন, ‘একটা ইতিবাচক বার্তা দিতে গিয়ে হয়তো আমরা অজান্তেই আপনাদের ভাবাবেগে আঘাত করে ফেলেছি।

তবে সেন্সরে ছাড়পত্র পাওয়া একটি ছবি যা কিনা সিনেমা হলে দেখানোও হয়েছিল, তা ওটিটি প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হবে বলে আশা করিনি।

আরও পড়ুনঃ  রমজান মাসে শুটিং করি না, ইবাদতে মশগুল থাকি : প্রিয়াঙ্কা জামান

আমি কিংবা আমার টিমের কোনো উদ্দেশ্য ছিল না কারও ভাবাবেগে আঘাত করার। এ বিষয়ের গুরুত্ব আমরা বুঝতে পেরেছি। আমি ঈশ্বরে বিশ্বাসী, বিভিন্ন মন্দিরে পুজো দিয়েছি।

তাই ধর্মীয় বিশ্বাসে আঘাত দেয়, এমন কাজ কখনোই করব না। যাঁরা এ ঘটনায় আঘাত পেয়েছেন, তাঁদের কাছে ক্ষমা চাইছি।’

আরও পড়ুনঃ  আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

তিনি আরও লেখেন, ‘দুই দশক ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছি ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতেই। অন্নপুরাণী”র উদ্দেশ্যও তাই ছিল।

‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’ নির্মাণ করেছেন নিলেশ কৃষ্ণার। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১ ডিসেম্বর। ওটিটি মাধ্যমে উন্মুক্ত করা হয় ২৯ ডিসেম্বর। এরপরই শুরু হয় সমালোচনা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675