আসলাম আলি,স্টাফরিপোর্টার: রাজশাহীর বাঘায় এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বাঘা পৌরসভার দক্ষিণ মিলিকবাঘা শাহপাড়া গ্রামের মেহেদী হাসানের মেয়ে মিথিলা খাতুন (১৭)।
শনিবার (২০ জানুয়ারি) রাত্রি আনুমানিক সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষ থকে তার লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে,সে রাজশাহী শহরে একটি কলেজে পরাশোনা করতো মিথিলা। মা-বাবা দুজনই বাহিরে থাকে। ঘটনার দিন রাত্রি সাড়ে ১০টার দিকে মিথিলার খালা রাতের খাবার খাওয়ার জন্য ডাকা-ডাকি করে কিন্তু কিন্তু তার কোন সাড়া পাচ্ছিলেননা। এছাড়া ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা ছিলো।
পরে ৯৯৯ নম্বরে পুলিশ কে খবর দেয়া হয়। খবর পেয়ে সেখানে পুলিশ আসে এবং এলাকাবাসীর সহযোগিতায় ঘড়ের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে মিথিলা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান,মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।