• ঢাকা, বাংলাদেশ
  • ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নগরীর মেহেরচন্ডী উচ্চবিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ৪:৫০

নগরীর মেহেরচন্ডী উচ্চবিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে মহানগরীর মেহেরচন্ডী উচ্চবিদ্যালয়ে নারী সমাবেশ ও বাল্যবিবাহ, মাদক, নিরাপদ মাতৃত্ব বিষয়ক চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে এ নারী সমাবেশ ও বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  অনির্বাচিত সরকার এ দেশে মাথা গোঁজার চেষ্টা করছে : রিপন

জেলা তথ্য অফিসের পরিচালক মোহাঃ ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত ছিলেন। মেহেরচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সেলিম আবদুল্লাহ আল মাহমুদ, মেহেরচন্ডী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শামসুল হক প্রমুখ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মোহনপুরের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

জেলা তথ্য অফিসের উপ পরিচালক নাফেয়ালা নাসরিন উক্ত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন। সমাবেশে বক্তাগণ বাল্য বিবাহের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃ স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌতুকের সামাজিক কুফল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকের ভয়াবহতা, গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার ও তথ্য অধিকারেরওপর গুরুত্বারোপ করে আলোচনা করেন।এ ছাড়া তাঁরা নিপাহ ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রেজওয়ান মোরশেদ।
উল্লেখ্য, নারী সমাবেশের শুরুতে বাল্যবিবাহ, মাদক, নিরাপদ মাতৃত্ববিষয়ক চলচ্চিত্র প্রদর্শিত হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675