• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

৫৯ কেজিতে প্রথম হওয়া ‘শাম্মীই’ সেরা 

প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ৬:০৭

৫৯ কেজিতে প্রথম হওয়া ‘শাম্মীই’ সেরা 

অনলাইন ডেস্ক : ভারত্তোলন ফেডারেশনের ছোট্ট জিমনেশিয়াম। বঙ্গবন্ধু ৩য় ইয়ুথ (অ-১৭) জাতীয় চ্যাম্পিয়নশীপে পুরস্কার প্রদান মঞ্চে একটু বাড়তি মনোযোগ আকর্ষণ করল।

বালিকা বিভাগে ৫৯ কেজিতে প্রথম হওয়া শাম্মী সুলতানাকে পদক পরিয়ে দিচ্ছেন তার নানী রিজিয়া বেগম। সাথে ছিলেন রিজিয়া বেগমের মেয়ে শাহরিয়া সুলতানাও। যিনি সাবেক ভারত্তোলক ও কোচ।

ভারত্তোলন অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ শাহরিয়া সুলতানা। তারকা ভারত্তোলকের মেয়ে শাম্মীও দ্যুতি ছড়াচ্ছেন ভারত্তোলনে। জুনিয়র প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কয়েকবার।

আরও পড়ুনঃ  মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন কতটুকু সত্যি?

চলমান ইয়ুথ প্রতিযোগিতায় নারী বিভাগে সেরা ভারত্তোলকের পুরস্কারও পেয়েছেন। তার সেরা হওয়ার কারণ ক্লিন অ্যান্ড জার্ক, স্ন্যাচ ও মোট মিলিয়ে তিনটিতেই রেকর্ড।

কয়েক মাস আগে পেয়েছিলেন নারী ক্লাব প্রতিযোগিতার সেরার খেতাব। চার মাসের মধ্যে দুই বার সেরা পুরস্কার পেয়ে মাকে খানিকটা হুঙ্কার দিলেন নড়াইলের আব্দুর রাজ্জাক শরীর চর্চা ক্লাবের হয়ে খেলা শাম্মী, ‘কয়েক মাসের ব্যবধানে দুই বার সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলাম।

আরও পড়ুনঃ  ১০ বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থানে মুশফিক, ৭৭ করেও অবনতি শান্তর

এই ধারাবাহিকতা বজায় রেখে মাকে ছাড়িয়ে যেতে চাই।’ পাশে বসা মা শাহরিয়া সুলতানা খানিকটা টিপ্পনী কেটে বললেন, ‘ইতোমধ্যে তুমি আমাকে ছাড়িয়েই গেছ। আমি ভারত্তোলন শুরু করেছি অনেক পরে আর জুনিয়রে আমি এত সেরাও হইনি।’

আরও পড়ুনঃ  ইয়ুথ লিগে চ্যাম্পিয়ন তামিমের সাউথ জোন

মজার ছলে মেয়েকে উচ্চাশায় ভাসালেও পরক্ষণেই আবার পেশাদারিত্বের মোড়কে শাহরিয়া সুলতানা। সামনের পথ অনেক কঠিন তাই মেয়েকে সেভাবেই প্রস্তুত করতে চান, ‘আগামী মার্চে সিনিয়র জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে।

ঐ প্রতিযোগিতায় ভালো কিছু করতে হলে তাকে সেভাবেই প্রস্তুত হতে হবে। ভালো পারফরম্যান্স ধারাবাহিকতা বজায় রাখাই বড় চ্যালেঞ্জ

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675