• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নৈপুণ্যে জয়ের ধারায় ফিরলো রংপুর রাইডার্স

প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ১১:০০

নৈপুণ্যে জয়ের ধারায় ফিরলো রংপুর রাইডার্স

অনলাইন ডেস্ক : পাকিস্তানী বাবর আজমের হাফ-সেঞ্চুরি ও আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাইর অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের ধারায় ফিরলো রংপুর রাইডার্স। আজ নিজেদের চতুর্থ ম্যাচে রংপুর ৭৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে দুর্দান্ত ঢাকাকে।

৪ ম্যাচে দ্বিতীয় জয় রংপুরের। তৃতীয় ম্যাচে টানা দ্বিতীয় হার ঢাকার। রংপুরের হয়ে বাবর ৬২ রান এবং ওমরজাই ১৫ বলে ৩২ রান করার পাশাপাশি ২ উইকেট নেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩ ওভারে ২২ রানের সূচনা পায় রংপুর। এরমধ্যে ৩টি চার ও ১টি ছক্কায় ১৩ বলে ২০ রান করে পেসার তাসকিন আহেমেদের শিকার হন ক্যারিবিয়ান ব্রান্ডন কিং।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় ভোটার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পাওয়ার প্লেতে স্পিনার আরাফাত সানির প্রথম শিকার হয়ে ১১ রানে বিদায় নেন রনি তালুকদার। দলীয় ৪৭ রানে দ্বিতীয় উইকেট পতনের রংপুরের রানের চাকা ঘুড়িয়েছেন আরেক ওপেনার বাবর ও অধিনায়ক নুরুল হাসান সোহান। জুটিতে ৩৯ বলে ৫০ রান যোগ হবার পর সানির বলে বিদায় নেন ২৬ রান করা সোহান।

সোহানকে ফেরানোর ওভারেই আফগানিস্তানের মোহাম্মদ নবিকে ১ রানে থামান সানি। পঞ্চম উইকেটে ওমরজাইর সাথে ২১ বলে ৩৯ রান যোগ করার পথে হাফ-সেঞ্চুরি করেন ৪১ বল খেলা বাবর। শ্রীলংকার স্পিনার দানুষ্কা গুনাতিলকার বলে আউট হবার আগে ৫টি চার ও ১টি ছক্কায় ৪৬ বলে ৬২ রান করেন পাকিস্তানী এ তারকা ব্যাটার।

১৭তম ওভারে দলীয় ১৩৮ রানে বাবর ফেরার পর ঝড় তুলেন ওমরজাই ও শামিম হোসেন। মাত্র ১৪ বলে ৩৫ রান যোগ করে রংপুরকে ৮ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ এনে দেন তারা।

আরও পড়ুনঃ  বৃষ্টির পর পয়েন্ট ভাগাভাগি, সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ওমরজাই ২টি চার ও ৩টি ছক্কায় ১৫ বলে ৩২ এবং শামিম ১টি করে চার-ছক্কায় ৮ বলে ১৭ রান করেন।

দুর্দান্ত ঢাকার সানি ৩২ রানে ৩ উইকেট নেন। একাদশে থাকলেও ব্যাটিং করেননি রংপুরের সাকিব আল হাসান।

১৮৪ রানের টার্গেটে সপ্তম ওভারে ৩২ রানেই ৪ উইকেট হারায় ঢাকা। ওপেনার গুনাতিলকাকে শূণ্য ও পাকিস্তানের সাইম আইয়ুবকে ১৭ রানে শিকার ফিরিয়ে দেন ওমরজাই। আরেক ওপেনার মোহাম্মদ নাইমকে ৯ রানে নবি এবং শ্রীলংকার লাসিথ ক্রসপুল্লিকে শূণ্যতে শিকার করেন মাহেদি।

পঞ্চম উইকেটে ৪২ বলে ৪৯ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স রস ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন। ১৪তম ওভারে মোসাদ্দেককে ১৫ ও ইরফান শুক্কুরকে শূল্যতে ফিরিয়ে ঢাকাকে লড়াই থেকে ছিটকে দেন পেসার হাসান মাহমুদ।

আরও পড়ুনঃ  হাতিরঝিলে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনাটি শুটিংয়ের দৃশ্য : ডিএমপি

সতীর্থদের ব্যর্থতার মাঝে লড়াকু হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেন রস। ৩৫ বলে ৫১ রান করেন তিনি। এরপর ২১ বল বাকী থাকতে ১০৪ রানে অলআউট হয় ঢাকা। রংপুরের মাহেদি ৩টি, ওমরজাই-হাসান ২টি করে এবং নবি-সাকিব ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

রংপুর রাইডার্স : ১৮৩/৮, ২০ ওভার (বাবর ৬২, ওমারজাই ৩২, সানি ৩/৩২)।
দুর্দান্ত ঢাকা : ১০৪/১০, ১৬.৩ ওভার (রস ৫১,আইয়ুব ১৭, ক্যাম্ফার ৪/২০)।
ফল : রংপুর রাইডার্স ৭৯ রানে জয়ী।
ম্যাচ সেরা: বাবর আজম(রংপুর রাইডার্স)।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675