স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে নগরীর তেরখাদিয়া অবস্থিত এ কলেজ প্রাঙ্গণে ৪৫০ জন অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান মানজালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক।
এ সময় ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।