• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

হারের বৃত্তে সিলেট, তবুও গ্যালারিতে দর্শকের ঢল

প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ১২:০৯

হারের বৃত্তে সিলেট, তবুও গ্যালারিতে দর্শকের ঢল

অনলাইন ডেস্ক : বিপিএলের দশম আসরের পয়েন্ট তালিকার তলানিতে সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে টানা দুই হারসহ সব মিলিয়ে টানা চার ম্যাচে হেরেছে তারা। দল জয় খরায় থাকলেও তাদের খেলায় গ্যালারিতে দর্শকের কমতি নেই। প্রিয় দলকে সমর্থন দিতে মাঠে এসেছেন সিলেটের ক্রীড়ামোদী দর্শকরা।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে সিলেট স্ট্রাইকার্স। দর্শকদের আশা এই ম্যাচ দিয়েই হারের বৃত্ত ভাঙ্গবে সিলেট। সেই আশা নিয়েই আরো একবার গ্যালারিতে এসেছেন প্রিয় দলকে ঘরের মাঠে সর্মথন দিতে।

আরও পড়ুনঃ  ব্যর্থ মিশন শেষে রাতে দেশে ফিরছেন শান্তরা

স্টেডিয়ামের ক্লাব হাউজে খেলা দেখতে আসা নগরের বাঘবাড়ি এলাকার বাসিন্দা সাদিকুর রহমান সোহাগ বলেন, ‘আমি দ্বিতীয় ম্যাচ দেখতে সন্ধ্যা ৬ টার সময়ে মাঠে এসেছি। আজ সিলেট জিতবেই। সিলেটকে জিতিয়েই আজ বাসায় ফিরতে চাই।’

আরও পড়ুনঃ  রাতে দুবাইয়ে নামছে ‘নতুন’ বাংলাদেশ দল

সিলেটের কানাইঘাট উপজেলার আব্দুস সালাম বলেন, ‘আমি এর আগেও সিলেট টিমের দুইম্যাচ মাঠে এসে দেখেছি।কিন্তু জয় হাতছাড়া হওয়ায় আমি খুব হতাশ হয়েছি। আজ আবারও মাঠে এসেছি। শুধুমাত্র প্রিয় দলের জয় উপভোগ করতে।’

আরও পড়ুনঃ  মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন কতটুকু সত্যি?

একই প্রত্যাশা সিলেটের আরেক ক্রীড়ামোদী দর্শক হাসনাত আলীর। তিনি বলেন, ‘টানা চার হার কোনভাবেই মেনে নেওয়া যায়না। সিলেটের ক্রিকেটাররা আমাদের মনের অবস্থাটা বুঝুক। একটি জয় দিয়ে আমাদের প্রত্যাশা পূরণ করুক। আমরা দর্শকরা স্টেডিয়াম হাউজফুল করেছি। তাদেরকে সমর্থন দিচ্ছি। তারা এইবার তাদের কাজটা করে দেখাক।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675